Friday, February 10, 2012

রক্তস্রোত রক্তজবাকাশফুল দিয়েছিলে বুঝি?
উপহার পেয়েছিলে বুঝি স্মৃতির পাহাড়ে ফোটা কাঁচা রক্তজবা?
নাকি ক্ষণটুকুও মনে পড়ে না?
ভুলে গেছ কি আলতারঙ ঘনজল,
টিয়েপাখির ঠোঁটের আঁচড় তোমার ঠোঁটে
সকাল বিকেল রাত্রিবেলা?

কতদিন হয়নি দেখা কালো জোসনার সুশব্দ ঝড়;
ঘন ঘন ঝিলিক দেয়া জিউসের বজ্রদণ্ডে কোমল অভিশাপ;
চড়ুইপাখির পাখনা কোমল বুকের মতো সহজভাবে 
শোনা হয়নি শিল্পতরুর বাজনা বাগান,
কেবলি অন্ধকার ভালোবাসার জন্যে
অনন্ত অপেক্ষা আর গুনগুনানো;
মনে আছে, তানপুরার মাতাল তালে তোমার পাশে দাঁড়িয়ে থেকে
বাড়িয়েছিলাম আদিগন্ত রক্তচেতন,
তুমি তখন প্রবল শান্ত_ শান্তি তোমার বিকেলবেলার চোখে মুখে

হেসেছিলে_ তাও মনে নেই
আগুনরাঙা কোমল হাসি দুই হৃদয়ের আলিঙ্গনে;
বিশ বছরের যুবক আমি
মাথার ভিতর তুমি এবং রক্তস্রোত রক্তজবা

       ১৭.০৫.২০০১; সূর্যসেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়

1 comment:

জনপ্রিয় দশটি লেখা, গত সাত দিনের