Wednesday, April 11, 2012

দেশি জীবন দক্ষিণ এশিয়ার উপকারি গাছফটোঃ রেজাউল করিম, বাংলাদেশ।
বৈজ্ঞানিক নাম: Trema orientalis
সমনামঃ নেই
বাংলা নামঃ দেশি জীবন, জীগনি, গাদুবা
ইংরেজি নামPigeon wood, Indian Charcoal Tree.
আদিবাসি নামঃ

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগ/রাজ্যঃ Plantae - Plants
উপরাজ্যঃ Tracheobionta - Vascular plants
অধিবিভাগঃ Spermatophyta - Seed plants
বিভাগঃ Magnoliophyta - Flowering plants
শ্রেণীঃ Magnoliopsida - Dicotyledons
বর্গ: Rosales
পরিবারঃ Cannabaeae
গণঃ Trema
প্রজাতিঃ Trema orientalis
পরিচিতিঃ ছোট আকারের চিরসবুজ গাছ, ৮-১০ মিটার পর্যন্ত বড় হয়। বাকল পাতলা। পাতা একান্তর ও সরল। কাঠ নরম ও জ্বালানি উপযোগি। ফল পাকলে কবুতর, ঘুঘুসহ নানা পাখিরা ভিড় করে। অন্তত ১৪ প্রজাতির প্রজাপতি তাদের লার্ভার খাদ্য হিসেবে এটিকে ব্যবহার করে। পাতা ছাগল, গরু, মহিষের খাবার। পাখির মাধ্যমে বীজ ছড়ায়।
বিস্তৃতিঃ দুটি উপপ্রজাতি বাংলাদেশের সর্বত্রই দেখা যায়।
বিবিধঃ Trema গণে প্রায় ১৫টি প্রজাতি রয়েছে পৃথিবীতেআরো পড়ুন:

. বাঙলার নদীগুলো মারা যায় যেসব কারণে

. বাংলাদেশের পাখির তালিকা

৪. বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা

. বাংলাদেশের ঔষধি উদ্ভিদের একটি বিস্তারিত পাঠ

. বাংলাদেশের ফলবৈচিত্র্যের একটি বিস্তারিত পাঠ

No comments:

Post a Comment

জনপ্রিয় দশটি লেখা, গত সাত দিনের