Monday, May 21, 2012

ইত্যাদিহাজার বর্গমাইল জুড়ে তোমার প্রতিচ্ছবি,
হাসছ, নাচছ, কইছ কথা সাদা-কালো রাতে,
চিত্রময় যে প্রেম আসে ফুটন্ত জীবনের সম্ভাবনা নিয়ে
তার পাশে হাত ধরে কবিতা পড়িও,
টাঙনের তীরে বেড়াতে আসিও,
জলপ্রপাতের মতো ভালোবাসিও,
পাখির তিয়াসা নিয়ে আমায় ডাকিও,

ইষদুষ্ণতায় মন খুব ভিজে যাক,
সমার্থক প্রশ্নগুলো ঘুরপাক খাক,
সহযোগী বাদ্যগুলো বাজনা বাজাক
রিনিঝিনি রিমঝিম কিংবা সরগম,
অর্ফিয়ুসের বাঁশি যেন বাজে রাধার কানে,
ছায়াছবির ছায়া হতে তোমাদের বাগানে।

নতুন দীপ্তি হাওয়া দিক প্রতিভা প্রবাহে;
বস্তুর এইটুকু সত্য জেনে
হৃদয় হারাবে সূর্যের মাঝে।


১৬.০৭.২০০৪; কুষ্টিয়া।

No comments:

Post a Comment