Wednesday, May 16, 2012

ঘেউ ঘেউ স্বপ্ন অথবা উজবুকজমে আছে মাথার ক্ষতস্থানে
জমাট রক্তপিন্ডের মতো কালচে বিষাদ,
বুকের বেয়াড়া রোগে কাবু হয়ে বসে থাকি
ব্যাঙের প্রস্তরমূর্তি, উপপাত্র বাঁকা হাসির;_ নাম নেই;
শালা গাধা, বলির পাঁঠা, দুবর্গ ইঞ্চি জমির অস্থায়ি মালিক,
চেয়ার টেবিলবিহীন মাটিতে বসে খাই,
তৃপ্তির ঢেকুর তুলি, ফিকফিক হাসি হঠা,
কোলাহলহীন শব্দহীন অর্থহীন অচিননগরে
 
অকাজ বা কাজ_ ইটভাঙা হাড়িভাঙা ঘুমভাঙা ডিমভাঙা
রাষ্ট্রভাঙা রাজ্যভাঙা ইত্যাদি নেই,
শুধু আছে হতাশা বিষাদ আর লবণাক্ত দেহ,
যত্রতত্র খ্যামটা নাচ, ভনভনে মাছির গান,
দিনরাত গিলো পেটে রাবারের মতো ভাত,
শোনো সাঙসারিক বকুনি খেলা, দেখো সাঙবাসরিক অবহেলা,
চিত্তহীন বিত্তবিনোদন;
মাঝে মধ্যে দুটুকরো সময় পেলে হঠা কোনোদিন
নিভিয়ে ঘরের আলো একাকি ভাবি রাজ্যের হাবিজাবি,
স্মৃতির ধোঁয়াশা ভবিতব্যহীন কুটিল আমেজ;
এসবের এক ফাঁকে বুঝতে না বাকি থাকে_
এজীবন উজবুকের জীবনযাপন
কেনো থামি না করতে মরণযাপন;
ব্যাঙাচির মতো বাঁচি আর হাড্ডিসার
স্বপ্নগুলো ঘেউ ঘেউ করে
মাথা নামক ঘটির ভেতরে

০৩.০৯.২০০২

No comments:

Post a Comment