শনিবার, নভেম্বর ২৪, ২০১২

মুক্ত করো এই বর্বরতা থেকে




২৪ নভেম্বর, ২০১২, সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত এক মা ।
সর্গঃ পুঁজিবাদের আগুনে পুড়ে কয়লা হওয়া বাংলাদেশের শ্রমিকদের

এলোমেলো লাশ
বাংলার আকাশ
কে দিতে পারে
সজীব বাতাস

এক গলা দুঃখ
মার খালি বুক
লুট হওয়া প্রাণ
স্বদেশ শ্মশান

আগুনের শিখা
রাখে নাক লিখা
রাখে পোড়া ছাই
বোঝে না ধানাই

এখনো কী আছে
একফোঁটা ভালো
এনে দিতে পারে
যা কিছু জ্বালালো।।

২৫ নভেম্বর, ২০১২; বাংলাদেশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

বাংলাদেশের পাখির তালিকা, A checklist of the birds of Bangladesh.

Oriental Magpie Robin; National Bird of Bangladesh বাংলাদেশের বন্যপ্রাণীর তালিকাটি অনেক সমৃদ্ধ। এদেশ পাখির দিক দিয়...