Monday, September 02, 2013

সবুজ ময়ূর বাংলাদেশের বিলুপ্ত পাখি
সবুজ ময়ূর, ফটো: ইংরেজি উইকিপিডিয়া থেকে
দ্বিপদ নাম: Pavo mutics Linnaeus, 1760
সমনাম: নেই
বাংলা নাম: সবুজ ময়ূর, বর্মী ময়ূর (অ্যাক্ট)
ইংরেজি নাম: Green Peafowl (Burmese Peafowl)

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য Kingdom: Animalia
বিভাগ/Phylum: Chordata
শ্রেণী/Class: Aves
পরিবার/Family: Phasianidae
গণ/Genus: Pavo, Linnaeus, 1758;
প্রজাতি/Species: Pavo mutics Linnaeus, 1760

ভূমিকাঃ বাংলাদেশের পাখির তালিকাPavo গণে ২টি প্রজাতি রয়েছে এবং পৃথিবীতে রয়েছে ২টি প্রজাতি রয়েছে। বাংলাদেশের প্রজাতি দুটি হচ্ছে দেশি ময়ুর ও সবুজ ময়ুর। আমাদের আলোচ্য পাখিটি হচ্ছে সবুজ ময়ুর।
বর্ণনা: সবুজ ময়ূর ঘন সবুজ রঙের ভূচর পাখি (দৈর্ঘ্য ১০০-৩০০ সেমি, ওজন ৪.৫ কেজি, ডানা ৪৫ সেমি, ঠোঁট ৪.৩ সেমি, পা ১৫.২ সেমি, লেজ ৪.৩ সেমি, পেখম ১৫০ সেমি)পুরুষপাখির চেহারা ও আকার স্ত্রীপাখি থেকে অনেকটা আলাদা পুরুষপাখির পিঠ ও ঘাড় সবুজ; পালকহীন মুখের চামড়া নীল-হলুদ মেশানো; ডানা-ঢাকনি সবুজ, ডানার মধ্যভাগ ও গোড়ার পালক বাদামি; লেজের পেখমের প্রান্তে কালো চক্রের মধ্যে বেগুনি ফোঁটা; দেহতলে সরু কালো ঢেউসহ পিতল, সবুজ ও বেগুনি দাগস্ত্রীপাখির পিঠ গাঢ় বাদামি; লেজ পেখমহীন; ডানা-ঢাকনি, পিঠের শেষভাগ ও কোমর কালচে বাদামি; লেজে পীতাভ, বাদামি ও কালো রঙের ডোরা আছেঅপ্রাপ্তবয়স্ক পাখির সবুজাভ ও তামাটে কোমর ছাড়া দেখতে ময়ূরীর মত ৩টি উপ-প্রজাতির মধ্যে P.g. spificer বাংলাদেশে ছিল
স্বভাব: সবুজ ময়ূর বনতলে ও বনের প্রান্তে বিচরণ করে; সাধারণত একটি ঝাঁকে একটি পুরুষ ৩-৫টি স্ত্রী থাকেএরা মাটি আঁচড়ে, ঝরা-পাতা উল্টে খাবার খোঁজে; খাদ্যতালিকায় রয়েছে বীজ, শস্যদানা, ফুলের কলি, রসালো ফল, পোকামাকড়, কেঁচো, সাপ ও টিকটিকিজোরে পাখা ঝাপটে এরা প্লত উড়তে পারে; ভোরে ও গোধূলিতে বেশি সরব ও সক্রিয় হয়; পুরুষপাখির উঁচু স্বরের ডাক: ইয়েই-অও..; আর স্ত্রীপাখির ডাক: অ্যাও-অ্যা.. ; ভয় পেলে এরা ডাকে: কের-র-র-রু..জানুয়ারি-মে মাসের প্রজনন ঋতুতে পুরুষপাখি পেখম মেলে ধীরে ধীরে ঘুরতে থাকেঘন ঝোপের নিচে মাটিতে বাসা বানিয়ে স্ত্রীপাখি ডিম পাড়ে ডিমগুলো পীতাভ, সংখ্যায় ৩-৬ টি, মাপ ৭.২-৫.৩ সেমিস্ত্রীপাখি একাই ডিমে তা দেয়; ২৬-২৮ দিনে ডিম ফোটে
বিস্তৃতি: সবুজ ময়ূর বাংলাদেশের প্রাক্তন আবাসিক পাখি; চট্টগ্রাম বিভাগের চিরসবুজ বনে দেখা মিলত, এখন নেইএখন ভারত থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত এর বৈশ্বিক বিস্তৃতি রয়েছে
অবস্থা: সবুজ ময়ূর বিশ্বে সংকটাপন্ন ও বাংলাদেশে অপ্রতুল-তথ্য শ্রেণিতে রয়েছে। এটি বাংলাদেশের বিলুপ্ত পাখি; বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতি সংরক্ষিত
বিবিধ: সবুজ ময়ূরের বৈজ্ঞানিক নামের অর্থ ছোট-ময়ূর (ল্যাটিন : Pavo = ময়ূর, muticus = খুদে/সংক্ষিপ্ত)
বাংলাদেশের উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষে এই নিবন্ধটির লেখক ইনাম আল হক ও মো: শাহরিয়ার মাহমুদ


আরো পড়ুন:

. বাংলাদেশের পাখির তালিকা 

. বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা

৩. বাংলাদেশের ঔষধি উদ্ভিদের একটি বিস্তারিত পাঠ

৪. বাংলাদেশের ফলবৈচিত্র্যের একটি বিস্তারিত পাঠ

No comments:

Post a Comment

জনপ্রিয় দশটি লেখা, গত সাত দিনের