Monday, September 02, 2013

মেটে কাঠমৌর বাংলাদেশের বিরল আবাসিক পাখি
মেটে কাঠমৌর, ফটো: ইংরেজি উইকিপিডিয়া থেকে
বৈজ্ঞানিক নাম: Polyplectron bicalcaratum
সমনাম : Pavo bicalcaratum Linnaeus, 1758
বাংলা নাম : মেটে কাঠমৌর, কাট-মোর (অ্যাক্ট), কাঠমৌর (আলী)
ইংরেজি নাম : Grey Peacock-Pheasant

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য Kingdom: Animalia
বিভাগ/Phylum: Chordata
শ্রেণী/Class: Aves
পরিবার/Family: Phasianidae
গণ/Genus: Polyplectron, Temminck, 1813;
প্রজাতি/Species: Polyplectron bicalcaratum (Linnaeus, 1758)


ভূমিকাঃ বাংলাদেশের পাখির তালিকাPolyplectron গণে ১টি প্রজাতি রয়েছে এবং পৃথিবীতে রয়েছে ৭টি প্রজাতি পাখি মেটে কাঠমৌর
বর্ণনা: মেটে কাঠমৌর বাহারি লেজের ধূসর ভূচর পাখি (দৈর্ঘ্য ৫৬ সেমি, ওজন ৭৩০ গ্রাম, ডানা ২১ সেমি, ঠোঁট ২.১ সেমি, পা ৭.২ সেমি, লেজ ৩১ সেমি) পুরুষপাখির চেহারা ও আকার স্ত্রীপাখি থেকে কিছুটা আলাদাপুরুষপাখির মাথা ও ঘাড় বাদামি পীতাভ; মাথার চূড়ার পালক ছোট ও খাড়া; পিঠে ধূসর বাদামি ফোঁটা; কোমর ও লেজের উপরের পালকে সাদা ডোরা; ডানার পালকে ও লেজের প্রান্তে বেগুনি ও সবুজ রঙের চক্র আছে; থুতনি ও গলা সাদাটে; এবং দেহতলের বাকি অংশে সাদা ডোরা থাকেস্ত্রীপাখি পুরুষপাখির থেকে ছোট ও অনুজ্জ্বল; মাথায় খাটো চূড়া; ডানা ও লেজে অস্পষ্ট চক্রপুরুষ ও স্ত্রীপাখি উভয়ের সাদা চোখ; হলুদাভ মুখের চামড়া; হালকা পীত বর্ণের ঠোঁট, ঠোঁটের আগা ও মধ্যভাগ কালো; পা ও পায়ের পাতা মলিন স্লেট-রঙ বা কালচেঅপ্রাপ্তবয়স্ক পাখি দেখতে স্ত্রীপাখির মত৫টি উপ-প্রজাতির মধ্যে ২টি বাংলাদেশে রয়েছেঅতি হালকা পীতাভ P. b. bicalcaratum সিলেট বিভাগে ও অতি ধূসর এবং পাতার মত পীতাভ P. b. bakeri চট্টগ্রাম বিভাগে আছে
স্বভাব: মেটে কাঠমৌর চিরসবুজ বনতলের ঘন ঝোপঝাড়ে ও বনের প্রান্তে বিচরণ করে; সাধারণত জোড়ায় দেখা যায়এরা ঝোপের নিচে ও খোলা মাঠে চুপিসারে লতাপাতা থেকে কুড়িয়ে খাবার খায়; খাদ্যতালিকায় আছে বীজ, শস্যদানা, ফল, পোকামাকড়, শামুক বা ক্ষুদ্র প্রাণীএরা মাঝে মাঝে ডেকে ওঠে:অক-কক-কক-কক..; মার্চ-জুন মাসের প্রজনন ঋতুতে পুরুষপাখি ঘন ঘন ডাকে ঝোপের নিচে মাটির প্রাকৃতিক গর্তে শুকনো পাতা দিয়ে বাসা বানিয়ে এরা পাখি ডিম পাড়েডিমগুলো পীতাভ থেকে চকলেট-পীতাভ, সাদা তিলা আছে, সংখ্যায় ২-৫ টি, মাপ ৪.৬-৩.৬ সেমিস্ত্রীপাখি একাই ডিমে তা দেয়; ২১ দিনে ডিম ফোটে ডিম ফোঁটার পর ছানারা বাসা ছেড়ে যায় ও মায়ের পাশে হেঁটে নিজেরা খাবার খুঁটে খায়
বিস্তৃতি: মেটে কাঠমৌর বাংলাদেশের বিরল আবাসিক পাখি; চট্টগ্রাম ও সিলেট বিভাগের চিরসবুজ বনে পাওয়া যায়দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারত, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস ও ভিয়েতনাম পর্যন্ত বিস্তৃত রয়েছে
অবস্থা: মেটে কাঠমৌর বিশ্বে বিপদমুক্ত ও বাংলাদেশে মহাবিপন্ন বলে বিবেচিতবাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতি সংরক্ষিত
বিবিধ: মেটে কাঠমৌর পাখির বৈজ্ঞানিক নামের অর্থ নখরধারী কাঠমৌর (গ্রিক: polu = বহু, plektron = গজালের মত খাড়া নখর, ল্যাটিন: bicalcaratum = গজালের মত খাড়া দুই নখর)।

বাংলাদেশের উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষে এই নিবন্ধটির লেখক সাজেদা বেগম


আরো পড়ুন:

. বাংলাদেশের পাখির তালিকা 

. বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা

৩. বাংলাদেশের ঔষধি উদ্ভিদের একটি বিস্তারিত পাঠ

৪. বাংলাদেশের ফলবৈচিত্র্যের একটি বিস্তারিত পাঠ

No comments:

Post a Comment

জনপ্রিয় দশটি লেখা, গত সাত দিনের