Monday, September 02, 2013

লালগলা বাতাই বাংলাদেশের বিরল আবাসিক পাখি
লালগলা বাতাই, ফটো: ইংরেজি উইকিপিডিয়া থেকে,
বৈজ্ঞানিক নাম: Arborophila rufogularis
সমনাম: Arborophila intermedia Blyth, 1849
বাংলা নাম: লালগলা বাতাই, পাহাড়ি তিতির (অ্যাক্ট)
ইংরেজি নাম : Rufous-throated Partridge

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য Kingdom: Animalia
বিভাগ/Phylum: Chordata
শ্রেণী/Class: Aves
পরিবার/Family: Phasianidae
গণ/Genus: Arborophila, Hodgson, 1837;
প্রজাতি/Species: Arborophila rufogularis (Blyth, 1849)
ভূমিকাঃ বাংলাদেশের পাখির তালিকাArborophila গণে মোট যে দুটি প্রজাতি পাওয়া যায় সেগুলো হলও, ১.  ধলাগাল বাতাই , ২. লালগলা বাতাই। আমাদের আলোচ্য হলও নিম্নোক্ত পাখি লালগলা বাতাই।
বর্ণনা: লালগলা বাতাই লালচে গোলাপি গলার ছোট ভূচর পাখি (দৈর্ঘ্য ২৭ সেমি, ওজন ৩৫৫ গ্রাম, ১৪ সেমি, ঠোঁট ১.৮ সেমি, পা ৪ সেমি, লেজ ৫.৫ সেমি) পুরুষপাখির চেহারা স্ত্রীপাখি থেকে কিছুটা পৃথকপুরুষপাখির পিঠ সোনালী জলপাই-বাদামি; কপাল ধূসর, জলপাই-বাদামি চাঁদিতে কালো দাগ; ধূসর-সাদা ভ্রু-রেখা ও সাদা গুম্ফ-রেখা আছে; থুতনী ও গলায় লালের ওপর কালো তিলা, ঘাড়ের উপরিভাগ লালচে-কমলা রঙের; বুক স্লেটরঙা-ধূসর; ঘাড়ের উপরিভাগে ও বুকের মাঝখানে একটি সরু কালো ডোরা নেমে গেছে; এবং কোমর ও লেজের নিচে কালো তিলা আছেস্ত্রীপাখির থুতনি ও গলায় কয়েকটি কালো তিলা; এবং দেহতলের বাকি অংশে অনেক ফুটকি রয়েছেপুরুষ ও স্ত্রীপাখি উভয়ের বাদামি চোখ; অক্ষিকোটর ও গলার চামড়া লাল; কালচে ঠোঁট; এবং লাল পায়ে পাটকিলে নখর থাকে অপ্রাপ্তবয়স্ক পাখির দেহতলে সাদা তিলা ও ডোরাহীন কাঁধ-ঢাকনি থাকে৬টি উপ-প্রজাতির মধ্যে A. r. intermedia বাংলাদেশে পাওয়া যায়
স্বভাব: লালগলা বাতাই চিরসবুজ বনতলে জলাশয়ের পাড়ের ঘন ঝোপে বিচরণ করে; সাধারণত জোড়ায় বা ৫-৬ টির বিচ্ছিন্ন দলে দেখা যায়এরা ধীরে ধীরে হেঁটে বেড়ায় ও মাঠের ঘাসে বা লতাপাতার মধ্যে খাবার খোঁজে: খাদ্যতালিকায় আছে বীজ, রসালো ফল, নবপল্লব ও অমেরুদণ্ডী প্রাণী, বিশেষ করে পোকামাকড় ও শামুক নিচু স্বরে এরা মাঝে মাঝে শিস দেয়; এপ্রিল-আগস্ট মাসের প্রজনন ঋতুতে ভোরে ও গোধূলিতে গানগায়: হুইয়া-হু...; এবং ঘন লতাপাতা ঘেরা মাটির প্রাকৃতিক গর্তে ঘাস ও পাতা দিয়ে বাসা বানিয়ে ডিম পাড়েডিমগুলো সাদা; সংখ্যায় ৩-৬টি, মাপ ৩.৯-২.৯ সেমিস্ত্রীপাখি একাই ডিমে তা দেয়; ২০-২১ দিনে ডিম ফোটে
বিস্তৃতি: লালগলা বাতাই বাংলাদেশের বিরল আবাসিক পাখি; চট্টগ্রাম ও সিলেট বিভাগের চিরসবুজ বনে দেখা পাওয়ার তথ্য রয়েছেভারত, নেপাল, ভুটান, চিন, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস ও ভিয়েতনামে এর বৈশ্বিক বিস্তৃতি রয়েছে
অবস্থা: লালগলা বাতাই বিশ্বে বিপদমুক্ত ও বাংলাদেশে অপ্রতুল-তথ্য শ্রেণিতে রয়েছেবাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতি সংরক্ষিত
বিবিধ: লালগলা বাতাই পাখির বৈজ্ঞানিক নামের অর্থ লাল-গলার বৃক্ষপ্রেমী তিতির (ল্যাটিন: arbor = বৃক্ষ, গ্রিক : philos = প্রিয়, ল্যাটিন : rufus = লাল, gula = গলা)

No comments:

Post a Comment

জনপ্রিয় দশটি লেখা, গত সাত দিনের