Thursday, December 19, 2013

আজাদী আজো হয়নি তোর___হেমাঙ্গ বিশ্বাসআজাদী হয়নি আজো তোর, হেমাঙ্গ বিশ্বাস
আজাদী হয়নি আজো তোর,
নব-বন্ধনও শৃঙ্খলডোর,
দুঃখরাত্রি হয়নি ভোর,
আগে কদম কদম চলো জোর

শত শহীদের আত্মদান
একি তারই প্রতিদান
দেশদ্রোহীর এ বিধান
চূর্ণ কর কর অবসান।।

সাম্রাজশাহীর পাতা ফাঁদ,
খুনি ধনীকের এ-বনিয়াদ
ভাঙ রে ভাঙ শোষণের বাঁধ,
শোন মহাচীনের সংবাদ।।

ওরে ও কিষাণ মজুর
আর মনজিল নয় নয় দূর
ওরে তবু তো পথ বন্ধুর
ডাকে উত্তাল জলসমুদ্দুর।।

No comments:

Post a Comment

জনপ্রিয় দশটি লেখা, গত সাত দিনের