বুধবার, জানুয়ারী ০৮, ২০১৪

ধরণী দ্বিধা হলে পিপীলিকাই নেতা


টিকি রেখে আর টুপি পরে কয়েকটা বাংলা গুই মুখ বাড়িয়ে দেখে নেয় সোনার বাল,
কী শোভা চেত্না আর ঘোষণার দুই তীরে
নয়নজলে ভেসে ভেসে চলে যায় দুই বাঙলায় দুটো পিপিলিকা
হে মহামহিম’, কহিল একটি শামুক, ‘বাঁচাও এইবার,
আগামিবার আপনারেই ভোট দিব হড়হড়িয়ে 
কোনো এক দূরগ্রহের পাথরে ঠোকাঠুকি করে জন্ম হচ্ছে এক বন্দুকের নল
আর সেই নলের মুখে গুজে দেয়া হবে মেরুদণ্ডহীন প্রাণীদের উদ্দেশ্যে এক খোলা চিঠি
ঘুরিয়ে দাও নলটি গণশত্রুদের দিকে

০৮ জানুয়ারি, ২০১৪
রাঙাচারার মোড়, মহাবিশ্ব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

বাংলাদেশের পাখির তালিকা, A checklist of the birds of Bangladesh.

Oriental Magpie Robin; National Bird of Bangladesh বাংলাদেশের বন্যপ্রাণীর তালিকাটি অনেক সমৃদ্ধ। এদেশ পাখির দিক দিয়...