Sunday, March 16, 2014

নীলকান বসন্ত বাংলাদেশের দুর্লভ আবাসিক পাখিনীলকান বসন্ত, Blue-eared barbet, Photo: Lip Kee Yap, From Wikipedia

দ্বিপদ নাম: Megalaima australis
সমনাম: Bucco australis Horsfield, 1821
বাংলা নাম: নীলকান বসন্ত
ইংরেজি নাম: Blue-eared Barbet.

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্যKingdom: Animalia
বিভাগ/Phylum: Chordata
শ্রেণী/Class: Aves
পরিবার/Family: Captonidae
গণ/Genus: Megalaima, Gray, 1842;
প্রজাতি/Species: Megalaima australis (Horsfield, 1821)
ভূমিকা: বাংলাদেশের পাখির তালিকাMegalaima গণে বাংলাদেশে রয়েছে এর ৫টি প্রজাতি এবং পৃথিবীতে ২৪টি প্রজাতি। বাংলাদেশে প্রাপ্ত প্রজাতিগুলো হচ্ছে ১. নীলগলা বসন্ত, ২. নীলকান বসন্ত, ৩. সেকরা বসন্ত, ৪. দাগি বসন্ত ও ৫. বড় বসন্ত। আমাদের আলোচ্য প্রজাতিটির নাম হচ্ছে নীলকান বসন্ত।
বর্ণনা: নীলকান বসন্ত ছোট আকারের সবুজ বৃক্ষচারী পাখি (দৈর্ঘ্য ১৭ সেমি., ওজন ৩৫ গ্রাম, ডানা ৮ সেমি, ঠোঁট ২ সেমি, পা ২.১ সেমি, লেজ ৪.৭ সেমি)অতি সামান্য কিছু অংশ ছাড়া প্রায় পুরো দেহই এর ঘাস-সবুজ; মাথার দুপাশে পিছনে ও চোখের নিচে লাল পট্টি আছে; গলা ও কান-ঢাকনি নীল, নিচের ঠোঁট থেকে গলার পাশে কালো ডোরা এবং কালো কণ্ঠ-কবচ বুকের ওপর পর্যন্ত বিস্তৃতএর ঠোঁটের গোড়া হলুদ-সবুজ, ঠোঁট ঘন শিঙ-বাদামি; পা ও পায়ের পাতা অনুজ্জল সবুজ বা হলদে-সবুজ থেকে স্লেট-সবুজছেলেমেয়েপাখির চেহারা অভিন্নঅপ্রাপ্তবয়স্ক পাখির মাথার পাশে লাল পট্টি নেই৭টি উপ-প্রজাতির মধ্যে M. a. cyanotis বাংলাদেশে রয়েছে
স্বভাব: নীলকান বসন্ত ঘন প্রশস্ত পাতার চিরসবুজ বনে বিচরণ করে; একা বা জোড়ায় দেখা যায়ঘন বনের ফলদ গাছে খাদ্য সংগ্রহ করে; খাদ্যতালিকায় রয়েছে প্রধানত ছোট ফল এবং কিছু পোকামাকড়এরা কখনও ভূমিতে নামেনা; পূর্বরাগের সময় অবিরাম ডাকতে থাকে, বিশেষ করে গোধূলিতে; ধাতব ঝংকারসহ এর ডাক বনে বনে প্রতিধ্বনিত হয়: কু-টুরর. কু-টুরর..এপ্রিল-জুন মাসের প্রজনন ঋতুতে ঘন বনের মৃত কাণ্ড বা শাখায় গর্ত খুঁড়ে বাসা বানিয়ে এরা ডিম পাড়ে ডিমগুলো সাদা; সংখ্যায় ২-৪টি; মাপ ২.৪×১.৪ সেমি
বিস্তৃতি: নীলকান বসন্ত বাংলাদেশের দুর্লভ আবাসিক পাখি; চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের চিরসবুজ বনে পাওয়া যায়ভারতের হিমালয়ের পূর্বভাগ থেকে ভুটান, নেপাল, মিয়ানমারের পূর্বভাগ, থাইল্যান্ড, ইন্দোচীন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পর্যন্ত এর বৈশ্বিক বিস্তৃতি রয়েছে
অবস্থা: নীলকান বসন্ত বিশ্বে ও বাংলাদেশে বিপদমুক্ত বলে বিবেচিতবাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতি সংরক্ষিত
বিবিধ: নীলকান বসন্ত পাখির বৈজ্ঞানিক নামের অর্থ দক্ষিণা গলাবাজ (গ্রীক: megalos =বড়, laimos =গলা; ল্যাটিন: australis = দক্ষিণাঞ্চল)
বাংলাদেশ উদ্ভিদ প্রাণী জ্ঞানকোষে এই নিবন্ধটির লেখক ইনাম আল হক ও এম. কামরুজ্জামান। আরো পড়ুন:

. বাংলাদেশের পাখির তালিকা  

. বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা

৩. বাংলাদেশের ঔষধি উদ্ভিদের একটি বিস্তারিত পাঠ

৪. বাংলাদেশের ফলবৈচিত্র্যের একটি বিস্তারিত পাঠ

No comments:

Post a Comment

জনপ্রিয় দশটি লেখা, গত সাত দিনের