Monday, April 07, 2014

কুল মজালি ঘর ছাড়ালি পর করালি আপনজনে____ তুলসী লাহিড়ী
কুল মজালি ঘর ছাড়ালি পর করালি আপনজনে,
তোর পীরিতির একি রীতি, কাঁদি নিতি নিরজনে।।
জ্বালা হল রূপের রাশি
আর জ্বালা ঐ মোহন বাঁশি
আমার নয়ন মন উদাসি তিলেক অদরশনে।।
একি হল হায় হে মরি
ধৈরজ ধরিতে নারি,
পলকে প্রলয় হেরি, এ মনে বাঁধি কেমনে।।
করমে মোর এই কি ছিল
গোকুলে কলঙ্ক হ’ল
একুল ওকুল দু’কুল গেল, অকুলে ভাসি এখনে।।

No comments:

Post a Comment