Saturday, May 31, 2014

রাজ ধনেশ বাংলাদেশের বিরল আবাসিক পাখিরাজ ধনেশ, ফটো: ইংরেজি উইকিপিডিয়া থেকে
দ্বিপদ নাম: Buceros bicornis
সমনাম: নেই
বাংলা নাম: রাজ ধনেশ,
ইংরেজি নাম: Great Hornbill.

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্যKingdom: Animalia
বিভাগ/Phylum: Chordata
শ্রেণী/Class: Aves
পরিবার/Family: Bucerotidae
গণ/Genus: Buceros, Linnaeus, 1758;
প্রজাতি/Species: Buceros bicornis Linnaeus, 1758
ভূমিকা: বাংলাদেশের পাখির তালিকাBuceros গণে বাংলাদেশে রয়েছে এর ১টি প্রজাতি এবং পৃথিবীতে ৩টি প্রজাতি। বাংলাদেশে প্রাপ্ত প্রজাতিটি হচ্ছে আমাদের আলোচ্য রাজ ধনেশ
বর্ণনা: রাজ ধনেশ অতিকায় ঠোঁট আর বিশালদেহী বৃক্ষচারী পাখি (দৈর্ঘ্য ১৩০ সেমি, ডানা ৫২.৫ সেমি, ঠোঁট ৩৫.২ সেমি, পা ৭.৪ সেমি, লেজ ৪০.৫ সেমি) এর পিঠ ও দেহতল পাকরা; নিচের দিকে বাঁকা ঠোঁটের ওপর সোনালী-হলুদ শিঙএবং ঘাড় ও বুকের উপরিভাগ হলদে-সাদা; ডানায় সাদা ডোরা রয়েছে; সাদা লেজের প্রায় প্রান্তে প্রশস্ত কালো পট্টি আছে; ঠোঁট ও শিঙ হলুদছেলে মেয়েপাখির চেহারায় কিছুটা পার্থক্য আছেছেলেপাখির ঠোঁটের সামনের অংশ ও খাঁজ কালো; চোখ রক্তলাল ও চোখের পাশের চামড়া কালোমেয়েপাখির চোখের পাশের চামড়া লাল, শিঙ-এর পিছনে লাল রঙ থাকে ও সামনে কালো রঙ থাকে না
স্বভাব: রাজ ধনেশ প্রশস্ত পাতার চিরসবুজ ও আর্দ্র পাতাঝরা বনে বিচরণ করে; জোড়ায় বা ৩-৫টি পাখির ছোট দলে ঘুরে বেড়ায়উঁচু ফলদ গাছে ও গাছের নিচে মাটিতে লাফিয়ে লাফিয়ে খাবার সংগ্রহ করে; খাদ্যতালিকায় প্রধানত রয়েছে ফল, তবে বাগে পেলে টিকটিকি, ইদুর, সাপ ও গাছের কোটর থেকে পাখির ছানাও খেয়ে থাকেগলা প্রসারিত ও ঠোঁট আকাশমুখি করে কিছু সময় পর পর এরা গভীর ও উচ্চ স্বরে ডাকে: ট্রেক.. ট্রেক..ফেব্রুয়ারি-এপ্রিল মাসের প্রজনন ঋতুতে ভূমি থেকে ১৮-২৫ মিটার উঁচুতে বনের বিশাল গাছের প্রাকৃতিক কোটরে বাসা বেঁধে ডিম পাড়েডিমগুলো সাদা; সংখ্যায় ১-৩টি; মাপ ৬.৫´৪.৫ সেমিকেবল স্ত্রীপাখি ডিমে তা দেয়; ও ৩১ দিনে ডিম ফোটে
বিস্তৃতি: রাজ ধনেশ বাংলাদেশের বিরল আবাসিক পাখি; চট্টগ্রাম ও সিলেট বিভাগের চিরসবুজ বনে দেখা যায়ভারত, নেপাল, ভুটান, চিন, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোচীন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এর বৈশ্বিক বিস্তৃতি রয়েছে
অবস্থা: রাজ ধনেশ বিশ্বে প্রায়-বিপদগ্রস্ত ও বাংলাদেশে মহাবিপন্ন বলে বিবেচিতবাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতি সংরক্ষিত
বিবিধ: রাজ ধনেশ পাখির বৈজ্ঞানিক নামের অর্থ জোড়াশিঙ গেছোষাঁড় (ল্যাটিন: bucerus = ষাঁড়ের মত প্রাণী, bicornis = দুই শিঙ)
বাংলাদেশ উদ্ভিদ প্রাণী জ্ঞানকোষে এই নিবন্ধটির লেখক ইনাম আল হক ও এম. কামরজ্জামান

আরো পড়ুন:

. বাংলাদেশের পাখির তালিকা 

. বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা

৩. বাংলাদেশের ঔষধি উদ্ভিদের একটি বিস্তারিত পাঠ

No comments:

Post a Comment

জনপ্রিয় দশটি লেখা, গত সাত দিনের