Sunday, June 01, 2014

ব্লাইদের মাছরাঙা বিশ্বে প্রায়-বিপদগ্রস্ত ও বাংলাদেশে বিপন্ন পাখিব্লাইদের মাছরাঙা, ফটো: ইংরেজি উইকিপিডিয়া থেকে
দ্বিপদ নাম: Alcedo hercules
সমনাম:
বাংলা নাম: ব্লাইদের মাছরাঙা,
ইংরেজি নাম: Blyth’s Kingfisher.

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য Kingdom: Animalia
বিভাগ/Phylum: Chordata
শ্রেণী/Class: Aves
পরিবার/Family: alcedinidae
গণ/Genus: Alcedo, Linnaeus, 1758;
প্রজাতি/Species: Alcedo hercules Laubmann, 1917
ভূমিকা: বাংলাদেশের পাখির তালিকাAlcedo গণে বাংলাদেশে রয়েছে এর ৩টি প্রজাতি এবং পৃথিবীতে ১৫টি প্রজাতি। বাংলাদেশে প্রাপ্ত প্রজাতি ৩টি হচ্ছে ১. পাতি মাছরাঙা, . ব্লাইদের মাছরাঙা ও ৩. নীলকান মাছরাঙা, আমাদের আলোচ্য প্রজাতিটির নাম হচ্ছে নীলকান মাছরাঙা
বর্ণনা: ব্লাইদের মাছরাঙা বনবাসী এক রক্তচক্ষু মাছশিকারি (দৈর্ঘ্য ২০ সেমি, ডানা ১০ সেমি, ঠোঁট ৫ সেমি, পা ১ সেমি, লেজ ৪.৫ সেমিপ্রাপ্তবয়ষ্ক পাখির পিঠ কালচে নীল ও দেহতল কমলা; মাথার ঘন সবুজ চাঁদিতে পাথালি নীল ফুটকির লাইন; কাঁধ-ঢাকনি ও ডানা কালচে সবুজাভ-নীল; ডানার পালক-ঢাকনিতে নীল ফুটকি; ডানার অন্যসব পালকের তুলনায় ডানার প্রান্তপালক কালচেওড়ার সময় এর উজ্জ্বল নীল পিঠ, পাছা ও লেজ নজরে পড়ে; গলা সাদা এবং বুক, পেট ও অবসারণী কমলা রঙের; ঘাড়ের পাশে সাদা ফুটকি আছেছেলেপাখির ঠোঁটের পুরোটাই কালো কিন্তু মেয়েপাখির ঠোঁটের নিচের ভাগ লালচেছেলেমেয়ে উভয়েরই মুখ ও চোখ রক্ত-লাল এবং পা ও পায়ের পাতা প্রবাল-লাল
স্বভাব: ব্লাইদের মাছরাঙা প্রশস্ত পাতাওয়ালা গ্রীষ্মম-লীয় চিরসবুজ ও উপ-গ্রীষ্মমণ্ডলীয় বনের প্রবহমান নদীতে বিচরণ করে; সাধারণত একাকী বসে থাকতে দেখা যায়পানির পাশে পাথরে অথবা ডালে এরা বসে থাকে এবং হঠাৎ ঝাঁপ দিয়ে পানি থেকে শিকার ধরে আনে; খাদ্যতালিকায় রয়েছে মাছ ও জলজ পোকামাকড়পানির ওপর ক্ষুদ্র ঝোপের মধ্যে লুকিয়ে বসতে এরা পছন্দ করে; ভয় পেলে ওড়ে না গিয়ে বরঙ ঝোঁপের ভিতর লুকিয়ে যায়; মাঝে মাঝে জোরে ও তীক্ষ্ণ সুরে ডাকে: চী-চিচী..মার্চ-জুন মাসের প্রজনন ঋতুতে জলাশয়ের খাড়া পাড়ে গর্ত খুঁড়ে বাসা বানিয়ে এরা ডিম পাড়েডিমগুলো সাদা, সংখ্যায় ৪-৬টি; মাপ ২.৬ × ২.১ সেমিছেলে মেয়ে উভয়ই বাসার সব কাজ করে
বিস্তৃতি: ব্লাইদের মাছরাঙা বাংলাদেশের অনিয়মিত পাখি; শীতকালে হাইল হাওরে দেখা গেছে বলে একটি তথ্য আছেউত্তর-পূর্ব ভারত থেকে আরম্ভ করে নেপাল, ভুটান, মিয়ানমার এবং চীনের দক্ষিণাঞ্চল, লাওস ও ভিয়েতনামে এর বৈশ্বিক বিস্তৃতি রয়েছে
অবস্থা: ব্লাইদের মাছরাঙা বিশ্বে প্রায়-বিপদগ্রস্ত ও বাংলাদেশে বিপন্ন বলে বিবেচিতবাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতি সংরক্ষিত
বিবিধ: ব্লাইদের মাছরাঙার বৈজ্ঞানিক নামের অর্থ হারকিউলিস-এর মাছরাঙা (ল্যাটিন: : alcedo = মাছরাঙা; গ্রীক: hercules = হারকিউলিস, গ্রীক বীর)
বাংলাদেশ উদ্ভিদ প্রাণী জ্ঞানকোষে এই নিবন্ধটির লেখক ইনাম আল হক ও এম. কামরুজ্জামান

আরো পড়ুন:

. বাংলাদেশের পাখির তালিকা 

. বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা

৩. বাংলাদেশের ঔষধি উদ্ভিদের একটি বিস্তারিত পাঠ

৪. বাংলাদেশের ফলবৈচিত্র্যের একটি বিস্তারিত পাঠ

No comments:

Post a Comment

জনপ্রিয় দশটি লেখা, গত সাত দিনের