Sunday, June 01, 2014

খয়রাপাখ মাছরাঙা বিশ্বে প্রায়-বিপদগ্রস্ত ও বাংলাদেশের সুলভ আবাসিক পাখিখয়রাপাখ মাছরাঙা, চিত্রগ্রাহক: Jayanth Sharma, ইংরেজি উইকিপিডিয়া থেকে
দ্বিপদ নাম: Pelargopsis amauroptera
সমনাম: Halcyon amauroptera Pearson, 1841
বাংলা নাম: খয়রাপাখ মাছরাঙা,
ইংরেজি নাম: Brown-winged Kingfisher.

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য Kingdom: Animalia
বিভাগ/Phylum: Chordata
শ্রেণী/Class: Aves
পরিবার/Family: Dalcelonidae
গণ/Genus: Pelargopsis, Gloger, 1842;  
প্রজাতি/Species: Pelargopsis amauroptera (Pearson, 1841)
ভূমিকা: বাংলাদেশের পাখির তালিকাPelargopsis গণে বাংলাদেশে রয়েছে এর ২টি প্রজাতি এবং পৃথিবীতে ৩টি প্রজাতি। বাংলাদেশে প্রাপ্ত প্রজাতি দুটি হচ্ছে ১. খয়রাপাখ মাছরাঙা ও ২. মেঘহও মাছরাঙাআমাদের আলোচ্য প্রজাতিটির নাম হচ্ছে খয়রাপাখ মাছরাঙা
বর্ণনা: খয়রাপাখ মাছরাঙা প্রকাণ্ড লাল ঠোঁট ও বাদামি ডানার মাছ শিকারি (দৈর্ঘ্য ৩৬ সেমি, ডানা ১৫ সেমি, ঠোঁট ৭.৬ সেমি, পা ২ সেমি, লেজ ৯.২ সেমি) প্রাপ্তবয়স্ক পাখির মাথা ও ঘাড় বাদামি-কমলা; কাঁধ-ঢাকনি ও ডানা কালচে বাদামি; পিঠ ও কোমর নীল; প্রান্ত-পালক ডানার বাকি অংশের চেয়ে গাঢ় বাদামি; গলা, বুক পেট ও অবসারণী একই রকম বাদামি-কমলাএর চোখ বাদামি ও চোখের পাতা ইট-লাল; পা ও পায়ের পাতা লাল; ঠোঁটের গোড়া থেকে চোখ পর্যন্ত কালচে বাদামি টান চলে গেছে; ঠোঁট লাল, ঘন কালচে-বাদামি আগাছেলে মেয়েপাখির চেহারা অভিন্নঅপ্রাপ্তবয়স্ক পাখির দেহ অতি কমলা এবং কাঁধ-ঢাকনির কিনারা ও ডানার পালক-ঢাকনি ফ্যাকাসে; ঘাড়ে কালো ডোরা ও দেহতল কালো
স্বভাব: খয়রাপাখ মাছরাঙা জোয়ার-ভাঁটায় সিক্ত নালা ও প্যারাবনের প্রবহমান নদীতে বিচরণ করে; একা বা জোড়ায় ঘুরে বেড়ায়উঁচু ডাল থেকে পানিতে ঝাঁপ দিয়ে এরা শিকার ধরে খায়; খাদ্যতালিকায় রয়েছে কাকড়া, সরীসৃপ ও মাছ ওড়ার সময় এরা পানির অল্প ওপর দিয়ে চলে, কিন্তু বসার আগে উপরে উঠে উঁচু ডালের দিকে যায়ওড়ে ওঠার সময়, বিশেষ করে বাধ্য হয়ে উঠতে হলে, এরা খুব জোরে শব্দ করে ডাকে: কা-কা-কা-কা..অন্য সময় করুণ সুরে শিস্ দিয়ে ডাকে: চৌ-চৌ-চৌ-..মার্চ-এপ্রিল মাসের প্রজনন ঋতুতে খাড়া পাড়ে ৩০-৬০ সেমি. দীর্ঘ ও ১০ সেমি. চওড়া সুড়ঙ্গ কেটে বাসা বানিয়ে এরা ডিম পাড়েডিমগুলো সাদা ও গোল; সংখ্যায় ৪টি; মাপ  ৩.৪×২.৮ সেমি
বিস্তৃতি: খয়রাপাখ মাছরাঙা বাংলাদেশের সুলভ আবাসিক পাখিবরিশাল ও খুলনা বিভাগের প্যারাবনে পাওয়া যায়ভারতের সুন্দরবন অংশসহ বঙ্গোপসাগরের উপকূল থেকে মিয়ানমার ও থাইল্যান্ড এবং উত্তর-পশ্চিম মালয়েশিয়া পর্যন্ত এর বৈশ্বিক বিস্তৃতি রয়েছে
অবস্থা: খয়রাপাখ মাছরাঙা বিশ্বে প্রায়-বিপদগ্রস্ত বলে বিবেচিতবাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতি সংরক্ষিত
বিবিধ: খয়রাপাখ মাছরাঙার বৈজ্ঞানিক নামের অর্থ কালোডানা সিন্ধুসারস (গ্রীক: pelargos = সারস, opsis = চেহারা, amauros = কালচে, pteros = ডানাওয়ালা)
বাংলাদেশ উদ্ভিদ প্রাণী জ্ঞানকোষে এই নিবন্ধটির লেখক মো: আনোয়ারুল ইসলাম ও এম. কামরুজ্জামান

আরো পড়ুন:

. বাংলাদেশের পাখির তালিকা 

. বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা

৩. বাংলাদেশের ঔষধি উদ্ভিদের একটি বিস্তারিত পাঠ

৪. বাংলাদেশের ফলবৈচিত্র্যের একটি বিস্তারিত পাঠ

No comments:

Post a Comment

জনপ্রিয় দশটি লেখা, গত সাত দিনের