Sunday, June 01, 2014

পাহাড়ি নীলকণ্ঠ বাংলাদেশের দুর্লভ পরিযায়ী পাখিপাহাড়ি নীলকান্ত ফটো: ইংরেজি উইকিপিডিয়া থেকে
দ্বিপদ নাম: Eurystomus orientalis
সমনাম: Corvus benghalensis Linnaeus, 1758
বাংলা নাম: পাহাড়ি নীলকণ্ঠ
ইংরেজি নাম: Oriental Dollarbird.

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য Kingdom: Animalia
বিভাগ/Phylum: Chordata
শ্রেণী/Class: Aves
পরিবার/Family: Coraiidae
গণ/Genus: Eurystomus, Vieillot, 1816;
প্রজাতি/Species: Eurystomus orientalis (Linnaeus, 1766)
ভূমিকা: বাংলাদেশের পাখির তালিকাEurystomus গণে বাংলাদেশে রয়েছে এর ১টি প্রজাতি এবং পৃথিবীতে ৪টি প্রজাতি। বাংলাদেশে প্রাপ্ত প্রজাতিটি হচ্ছে আমাদের আলোচ্য পাহাড়ি নীলকণ্ঠ
বর্ণনা: পাহাড়ি নীলকণ্ঠ লাল ঠোঁট ও পা-ওয়ালা কালচে নীল পাখি (দৈর্ঘ্য ৩০ সেমি, ওজন ১৫০ গ্রাম, ডানা ১৮.৫ সেমি, ঠোঁট ৩ সেমি, পা ২ সেমি, লেজ ১০সেমি)প্রাপ্তবয়স্ক পাখির পুরো দেহ কালচে নীল; মাথা, ওড়ার পালক ও লেজওপর-ঢাকনি কালচে থেকে প্রায় বাদামি; গলায় নীল আভা; ওড়ার সময় ডানার প্রান্ত-পালকের গোড়ার রূপালী-সাদা গোল ছোপ চোখে পড়ে, যা দেখে এর ইংরেজী নামকরণ হয়েছেএর চোখ হলদে-বাদামি এবং চোখের বলয়; অনেক চওড়া ঠোঁট; ঠোঁট, পা, পায়ের পাতা ও নখর লালছেলেমেয়েপাখির চেহারা অভিন্ন অপ্রাপ্তবয়স্ক পাখির ঠোঁট অনুজ্জ্ব১১টি উপ-প্রজাতির মধ্যে E. o. callonyx বাংলাদেশে আছে
স্বভাব: পাহাড়ি নীলকণ্ঠচিরসবুজ বন, বনের প্রান্ত ও খামারে বিচরণ করে; সাধারণত একা বা জোড়ায় থাকেগাছের পাতহীন মগডালে এরা বসে থাকে এবং হঠাৎ ওড়ে এসে শিকার ধরে ডালে ফিরে যায়; আহার্য তালিকায় আছে নানা জাতের উড়ন্তÍ পোকামাকড়সাধারণত ডালে বসে মাঝে মাঝে এরা কর্কশ শব্দে ডাকে: ক্যাক ..; এবং ওড়ার সময় ডাকে: ক-চক-চক-চক..মার্চ-জুন মাসের প্রজনন ঋতুতে ডাল থেকে ওড়ে খাড়া নিচে ঝাঁপ দেয় ও আবর্তিত হয়ে উপরে ওড়ে ওঠে; এবং মাটির প্রাকৃতিক গর্তে ও গাছের কোটরে বাসা বেঁধে ডিম পাড়েডিমগুলো সাদা; সংখ্যায় ৩-৪টি; মাপ ৩.৬×২.৮ সেমি১৭-২০দিনে ডিম ফোটে; ৩০দিনে ছানার গায়ে ওড়ার পালক গজায়
বিস্তৃতি: পাহাড়ি নীলকণ্ঠ বাংলাদেশের দুর্লভ পরিযায়ী পাখি; গ্রীষ্মে প্রজননের জন্য চট্টগ্রাম ও সিলেট বিভাগের চিরসবুজ বনে বিচরণ করেনিউগিনি, চীন, মিয়ানমার, ভারত, নেপাল, ভুটান ও শ্রীলংকাসহ অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ায় এর বৈশ্বিক বিস্তৃতি রয়েছে
অবস্থা: পাহাড়ি নীলকণ্ঠ বিশ্বে বিপদমুক্ত ও বাংলাদেশে মহাবিপন্ন বলে বিবেচিতবাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতি সংরক্ষিত
বিবিধ: পাহাড়ি নীলকণ্ঠের বৈজ্ঞানিক নামের অর্থ উদয়ী বড়মুখ ( গ্রীক: eurustmos = প্রশস্ত মুখ; ল্যাটিন: orientalis = প্রাচ্য )
বাংলাদেশ উদ্ভিদ প্রাণী জ্ঞানকোষে এই নিবন্ধটির লেখক ইনাম আল হক ও সুপ্রিয় চাকমা

আরো পড়ুন:

. বাংলাদেশের পাখির তালিকা 

. বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা

৩. বাংলাদেশের ঔষধি উদ্ভিদের একটি বিস্তারিত পাঠ

No comments:

Post a Comment

জনপ্রিয় দশটি লেখা, গত সাত দিনের