Friday, July 11, 2014

রাজনৈতিক দল কী এবং কেন?
কমিউনিস্ট আন্তর্জাতিকের ষষ্ঠ সংখ্যার প্রচ্ছদ
কোনো শ্রেণি বা তার স্তরের সর্বাপেক্ষা সক্রিয় ও সংগঠিত অংশ হচ্ছে দল বা পার্টি বা রাজনৈতিক দল (ইংরেজিতে Political Party)রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব জড়িত সমাজের শ্রেণিবিভক্তি ও এইসব শ্রেণির বহুবিভাগের সংগে, শ্রেণিসমূহের এবং তার অঙ্গদলগুলোর স্বার্থের পার্থক্যের সংগে। রাজনৈতিক পার্টি হলো গুরুত্বপূর্ণ সেই হাতিয়ার যার সাহায্যে শ্রেণি তার স্বার্থের জন্য, ক্ষমতার জন্য সংগ্রাম করে। আধুনিক সমাজের শ্রেণিকাঠামো ভেদে পার্টিও বিভিন্ন ধরনের হতে পারে_বুর্জোয়া, প্রলেতারিয় বা শ্রমিক শ্রেণির, সামন্তবাদি, কৃষক, ক্ষুদে-বুর্জোয়া ও অন্যান্য।
      
অরাজনৈতিক সামাজিক সংগঠনের সাথে রাজনৈতিক দলের পার্থক্য এখানেই যে, তা নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত হয় এবং ক্ষমতা দখলের প্রচেষ্টায় সমাজের রাজনৈতিক জীবন ও সংগঠনে নেতৃত্বসুলভ প্রভাব বিস্তারের চেষ্টা করে।[১]

রাজনৈতিক পার্টির উদ্ভব শ্রেণি সমাজ বিকাশের আদি পর্যায়ের সংগে জড়িত। রাজনৈতিক পার্টি হলো শ্রেণি সংগঠনের সর্বোচ্চ রূপ। বর্তমান সমাজে শুধু শ্রেণি-কাঠামোভিত্তিক পার্টিই নয়, জোটবদ্ধ শ্রেণির স্বার্থবাহক পার্টিও হয় যেমন, বুর্জোয়া-জমিদার পার্টি এবং প্রলেতারিয় ও পেটি-বুর্জোয়া ব্লকের পার্টি। ধর্মীয়সহ অন্যান্য পার্টিও হতে পারে, কিন্তু সেক্ষেত্রেও তাদের ক্রিয়াকলাপের ভিত্তিতে থাকে শ্রেণি স্বার্থ। আধুনিক রাজনৈতিক পার্টিগুলোর সুনির্দিষ্ট লক্ষ্য ও কর্মসূচি থাকে, সুনির্দিষ্ট নীতি (পলিসি) অনুসরণ করে, তাদের থাকে সাংগঠনিক নীতি ও তদনুযায়ি অভ্যন্তরীণ সংগঠন, নিয়মাবলী, সভ্যদের গঠন, স্থানীয় পার্টি সংগঠন, কমিটি, কংগ্রেস, সদস্য চাঁদা ইত্যাদি। আধুনিক রাজনৈতিক পার্টির সাধারণত থাকে নিজস্ব সংবাদপত্র ও প্রকাশালয়, লোকসভা ও স্থানীয় সংস্থাগুলোতে নিজেদের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনে ন্যূনাধিক সংগঠিত নিজেদের পক্ষভুক্ত গ্রুপ।[২]

নিজস্ব নীতি বা লাইনের অনুশীলনের জন্য, উনিশ এবং বিশ শতক থেকে, অনেক জাতীয় রাজনৈতিক দল নিজেদেরকে আন্তর্জাতিক সংগঠনসমূহে ঐক্যবদ্ধ হবার চেষ্টা করে। এসব সংগঠনের মধ্যে উল্লেখযোগ্য হলও ইউনিভার্সাল পার্টি, প্রথম আন্তর্জাতিক, দ্বিতীয় আন্তর্জাতিক বা সমাজতন্ত্রী আন্তর্জাতিক, তৃতীয় আন্তর্জাতিক বা সাম্যবাদী আন্তর্জাতিক এবং চতুর্থ আন্তর্জাতিক যেগুলো মূলত শ্রমিক শ্রেণির পার্টি। এছাড়াও উদার আন্তর্জাতিক, হিজবুত তাহরির, খ্রিস্টান গণতান্ত্রিক আন্তর্জাতিক, আন্তর্জাতিক গণতন্ত্রী ইউনিয়ন হচ্ছে কয়েকটি গণতান্ত্রিক ও ধর্মপন্থিদের আন্তর্জাতিক সংগঠন। ইদানীংকালে বিশ্বব্যাপী সবুজ পার্টিসমূহ নামের পরিবেশবাদী পার্টিগুলো সমন্বিত কর্মসূচি গ্রহণ করেছে।

তথ্যসূত্র ও টীকাঃ 
১. দেখুন, সোফিয়া খোলোদ, What is What, a concise dictionary of Social and Political terms.
২. এম. আর. চৌধুরী, আবশ্যকীয় শব্দ-পরিচয়; কমলাপুর, ঢাকা, পৃষ্ঠা-১১।

No comments:

Post a Comment