Thursday, July 24, 2014

ভোলাটুকি বাংলাদেশের ঔষধি ফল গাছ
ভোলাটুকি বা বাওলা
বাংলা নাম: ভোলাটুকি, ভল্লাত, ভল্লাতক
ইংরেজি নাম: The Marking nut Tree
বৈজ্ঞানিক নাম: Semecarpus anacardium

বিবরণ: ময়মনসিংহে এই ফলটির নাম বাওলা, অন্য নাম ভোলা। ভোলাটুকি ছোট আকারের পাতাঝরা স্বভাবের বৃক্ষ। গাছের মাথায় প্রচুর শাখা-প্রশাখা ও পাতা থাকায় তা ছাতার মতো দেখায়। ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের শুষ্ক বনাঞ্চলে ভোলাটুকির গাছে দেখা যায়। ফল ছোট, আকারে বড় জোর ২.৫ সেমি। পাকলে খোসার রঙ বেগুনি হয়ে যায়। কচি ফল টক, লবণ মিশিয়ে খাওয়া যায়, আচার তৈরি করা যায়। বলা হয়, বীজের শাঁস খেলে মেধা ও স্মরণশক্তি বাড়ে। এছাড়াও এজমা, ত্বকের সংক্রমণ, জ্বালাপোড়ায় বীজের ব্যবহার করা হয়। ভোলাটুকির গাছ এখন কম দেখা যায়।   


আরো পড়ুন:

১. বাংলাদেশের ফলবৈচিত্র্যের একটি বিস্তারিত পাঠ

২. বাংলাদেশের ঔষধি গাছের একটি বিস্তারিত পাঠ

৪. বাংলাদেশের পাখির তালিকা

No comments:

Post a Comment

জনপ্রিয় দশটি লেখা, গত সাত দিনের