Sunday, September 21, 2014

দেশি গণ্ডার বাংলাদেশের বিলুপ্ত স্তন্যপায়ী আবাসিক প্রাণীএক শিঙি দেশি গণ্ডার, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে

বৈজ্ঞানিক নাম: Rhinoceros unicornis
সমনাম: নেই
বাংলা নাম: দেশি গণ্ডার, ভারতীয় গণ্ডার
ইংরেজি নাম: Indian rhinoceros.

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Animalia
বিভাগ: Chordata
শ্রেণী: Mammalia
বর্গ: Perissodactyla
পরিবার: Rhinocerotidae
গণ: Rhinoceros
প্রজাতি: Rhinoceros unicornis Linnaeus, 1758
বর্ণনা: ভারতীয় গণ্ডার (ইংরেজি: Indian rhinoceros) (Rhinoceros unicornis), অথবা বৃহত্তর এক শৃঙ্গযুক্ত গণ্ডার অথবা ভারতীয় এক শৃঙ্গযুক্ত গণ্ডার গণ্ডার পরিবারের অন্তর্ভুক্ত। এটি অরক্ষিত প্রজাতি এর তালিকাভুক্ত। এদের চামড়া বর্মের মতো, মোটা ও অনেকগুলো খাঁজযুক্ত। ঘাড়, কাঁধ ও দেহের পাশের চামড়া স্ফীত। স্ত্রী ও পুরুষের ওজন যথাক্রমে ১৬০০ ও ২২০০ কেজি।
স্বভাব: যেখানে সেখানে বিচরণ করে। আবাসের কোনো নির্দিষ্ট সীমা মেনে চলে না এবং অন্যের সীমা মাড়িয়ে যায়। বাচ্চা না থাকলে স্ত্রী গণ্ডারও একা বিচরণ করে।
বিস্তৃতি: এই বৃহৎ প্রাণীটি পাওয়া যায় ভারতের উত্তর-পূর্ব ভাগে আসামে এবং নেপালের সংরক্ষিত এলাকায় যেখানে জনসংখ্যায় এরা হিমালয়ের পাদদেশে সীমাবদ্ধ থাকেইন্দো-গঙ্গা সমভূমিতে আগে এই গণ্ডার বাস করত কিন্তু এদের সংখ্যা ক্রমশ কমে আসছে চোরাশিকারীদের উৎপাতে। এখন সারা ভারতে এই ভারতীয় গণ্ডারের সংখ্যা ৩,০০০ তাদের মধ্যে ২,০০০ গণ্ডারই ভারতের আসামে দেখা যায়এটি বিশ্বের পঞ্চম বৃহৎ প্রাণী।
অবস্থা: আইইউসিএন ভারতীয় গণ্ডারকে মহাবিপন্ন হিসেবে বিবেচনা করে থাকে দেশি গণ্ডার বাংলাদেশের বিলুপ্ত স্তন্যপায়ী আবাসিক প্রাণী।  
বিবিধ:
তথ্যসূত্র: উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ, বাংলা উইকিপিডিয়া এবং ইন্টারনেট।

আরো পড়ুন:

. বাংলাদেশের পাখির তালিকা 

. বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা

৩. বাংলাদেশের ঔষধি উদ্ভিদের একটি বিস্তারিত পাঠ

৪. বাংলাদেশের ফলবৈচিত্র্যের একটি বিস্তারিত পাঠ

No comments:

Post a Comment

জনপ্রিয় দশটি লেখা, গত সাত দিনের