Saturday, October 18, 2014

নয়াগণতান্ত্রিক গণমোর্চার নেতা বিকাশ ভৌমিক আর নেই
বিকাশ ভৌমিক, অক্টোবর ২০১৩, ফটো: গগন পণ্ডিত,


বাংলাদেশের ময়মনসিংহের প্রবীণ রাজনীতিবিদ ও শ্রমিক নেতা, নয়াগণতান্ত্রিক গণমোর্চা ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বিকাশ ভৌমিক আজ দুপুর ১টায় ময়মনসিংহের শম্ভুগঞ্জ মাঝিপাড়ায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন

বিকাশ ভৌমিক (জন্মঃ ১৯৪২
- মৃত্যুঃ ১৮ অক্টোবর, ২০১৪) ছিলেন একজন সাম্যবাদী ধারার রাজনীতিবিদ, শ্রমিক নেতা ও দর্জি শ্রমিক তিনি ১৯৮৮-৯২ সালে ময়মনসিংহের চর কালীবাড়ি বস্তি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন যেখানে কয়েক হাজার প্রলেতারিয়েতের আবাসের ব্যবস্থা করেন এ আন্দোলন করতে গিয়ে তিনি নানা রকমের পুলিসী ও এলাকার মাস্তান দ্বারা হয়রানির শিকার হন নয়াগণতান্ত্রিক গণমোর্চা গঠিত হলে তিনি ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক নির্বাচিত হন এছাড়া তিনি বিপ্লবী শ্রমিক আন্দোলনের জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়কের দায়িত্ব বহুবার পালন করেছেনতিনি অসংখ্য বছর ময়মনসিংহ জেলাশহিদ সিরাজ সিকদার মৃত্যুবার্ষিকী ও মে দিবস উদযাপন কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন ময়মনসিংহের বিভিন্ন গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলে

তাঁর মৃত্যুর পর শ্রদ্ধা নিবেদনের জন্য লাশ ময়মনসিংহের চর কালীবাড়ি বস্তিতে সন্ধ্যায় আনা হয়
সেখানে শ্রদ্ধা নিবেদন করেন নয়াগণতান্ত্রিক গণমোর্চা, বিপ্লবী শ্রমিক আন্দোলন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, কৃষক মুক্তি সংগ্রাম, সিপিবি, বাসদ, বাসদ (কনভেনশন প্রস্তুতি কমিটি) সহ বিভিন্ন সংগঠনের নেতা ও বুদ্ধিজীবীবৃন্দ পরে রাতে বিকাশ ভৌমিকের লাশ কেওটখালি শ্মশানঘাটে দাহ করা হয়

বিকাশ ভৌমিক ১৯৪২ সালে ময়মনসিংহের ফুলপুর উপজেলার পলাশকান্দা গ্রামে জন্ম
গ্রহণ করেন তিনি স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছিলেন মাওবাদী আন্দোলনের এই মানুষটি সারা জীবন শ্রমিকের জন্য নিরলস কাজ করে গেছেন

No comments:

Post a Comment