সোমবার, জুন ১৮, ২০১২

বাংলাদেশের বিলুপ্ত উভচর প্রাণী বা ব্যাঙের তালিকা

সরুমুখো বামন ব্যাঙানু, ফটো: রেজা খান, একটি বাংলাদেশের ব্যাঙ, সৌজন্যে প্রথম আলো
বাংলাদেশ থেকে প্রতি মুহুর্তে হারিয়ে যাচ্ছে বেশ কিছু প্রাণি। দশ বছর আগেও যেসব প্রাণী দেখা যেত তা আর এখন দেখা যায় না। আবার অনেক প্রাণি যে বাংলাদেশের ভুখণ্ডে বাস করে তা নিশ্চিত করে বলা যায় না। বাংলাদেশ থেকে যে ০৫ প্রজাতির উভচর প্রাণি গত ২০০ বছরে বিলুপ্ত হয়ে গেছে। আর ১টির প্রজাতি নির্ণয় করা সম্ভব হয়নি। বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়া উভচর প্রাণি বা ব্যাঙের তালিকা নিচে প্রদান করা হলোঃ
০১. জার্ডনের কোলা ব্যাঙ, Jerdon’s Bullfrog, Hoplobatrachus crassus  
০২. ছাগল ডাকা ব্যাঙ, Floating Frog, Occidozyga lima,
৩. বামন ব্যাঙ, Burrowing Frog, Sphaerotheca breviceps,
৪. সুকর ডাকা ব্যাঙ, Groaning Frog, Humerana humeralis,
৫. সবুজ ধানী ব্যাঙ, Green Paddy Frog, Hylarana erythraea.

রবিবার, জুন ১৭, ২০১২

বাংলাদেশের বিলুপ্ত প্রাণী

ভারতীয় গণ্ডার, বাংলাদেশের বিলুপ্ত স্তন্যপায়ী

বাংলাদেশ থেকে গত ২০০ বছরে বিলুপ্ত হয়ে গেছে অন্তত ১০৬টি প্রজাতির প্রাণী। জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, জনগণের অসচেতনতা, বনভূমি কমে যাওয়া, জলাভূমি কমে যাওয়া, নদী শুকিয়ে যাওয়া, প্রাণীর উপর জনগণের অত্যাচার ও আক্রমণ ইত্যাদির কারণে বাংলাদেশের প্রাণীগুলো বিলুপ্ত হয়েছে। আরো অনেক প্রজাতি বিলুপ্তির পথে। সচেতন না হলে বাংলাদেশের আরো ৫০০টি প্রজাতি আগামি ৫০-১০০ বছরে বিলুপ্ত হয়ে যেতে পারে। বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে নানা বর্গের যেসব প্রাণি তার তালিকা নিম্নে প্রদান করা হলোঃ
৩. সরীসৃপের ৮টি প্রজাতি,
৫. স্বাদু পানির মাছের ৩০টি প্রজাতি,

বেঁটে মারমোসেট বানর বা The Pygmy Marmoset, Cebuella pygmaea.

The Pygmy Marmoset

বৈজ্ঞানিক নামঃ Cebuella pygmaea Spix, 1823
সমনামঃ
বাংলা নামঃ বেঁটে মারমোসেট বানর,
ইংরেজি নামঃ The Pygmy Marmoset.

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগ/রাজ্যঃ Animalia
বিভাগঃ Chordata
শ্রেণীঃ Mammalia
পরিবারঃ Callitrichidae
গণঃ Cebuella Gray 1866;
প্রজাতিঃ Cebuella pygmaea Spix, 1823
বর্ণনাঃ বেঁটে মারমোসেট বানর পৃথিবীর সবচেয়ে ছোট বানর। এদের দৈর্ঘের মাপ ১১৭-১৫৯ মিলিমিটার এবং ওজন ৮৫-১৪০ গ্রাম বা ৩-৫ আউন্স।
স্বভাবঃ বেঁটে মারমোসেট বানর ১-২ জন প্রাপ্তবয়স্ক ছেলে ও ১-২ জন প্রাপ্তবয়স্ক মেয়ে মিলে ৫-৯ জনের পরিবার গঠন করে। ছোট মারমোসেট যোগাযোগের জন্য বিশেষ ধরনের সংকেত ব্যবহার করে পরিবারের সদস্যদের সতর্ক করে। এই সতর্ক করার পদ্ধতি রাসায়নিক, কণ্ঠমাধ্যম ও শরীরের মাধ্যমে হয়ে থাকে। অনেক দূরে যোগাযোগের জন্য এরা একটি কণ্ঠজাত কম্পনধ্বনি ব্যবহার করে। একটি তীক্ষ্ণ সতর্কভেঁপু ও একটি ক্লিকিং বা টিকটিক শব্দের মাধ্যমে পরিবারের সদস্যদেরকে বিপদ-সংকেত হিসেবে পাঠায়। মাঝারি দূরত্বের জন্য একটি জে-ধ্বনি দিয়ে বারবার ডাক দেয়।
বিস্তৃতিঃ বেঁটে মারমোসেট বানর পশ্চিম ব্রাজিল, দক্ষিণ-পূর্ব কলম্বিয়া, পূর্ব ইকুয়েডর, পূর্ব পেরু ও উত্তর বলিভিয়ার বৃষ্টি-অরণ্যে বাস করে।
অবস্থাঃ আইইউসিএন বেঁটে মারমোসেট বানরকে Least Concern বা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে থাকে।
বিবিধঃ বেঁটে মারমোসেট বানরের দুটি উপ-প্রজাতি রয়েছে; এগুলো হলো, Cebuella pygmaea pygmaea Cebuella pygmaea niveiventris বা পশ্চিমী বেঁটে মারমোসেট বানর ও পুবের বেঁটে মারমোসেট বানর।

শুক্রবার, জুন ১৫, ২০১২

কদম ফুল এশিয়ার ফুল গাছ

কদম, ফটো: অনিন্দ্য মিন্টু, ২০১২
বৈজ্ঞানিক নামঃ Neolamarckia cadamba (Roxb.) Bosser
সমনামঃ Nauclea cadamba Roxb. Anthocephalus cadamba (Roxb.) Miq. Samama cadamba (Roxb.) Kuntze. Anthocephalus morindifolius Korth. Nauclea megaphylla S.Moore. Neonauclea megaphylla S.Moore. Anthocephalus chinensis.
বাংলা নামঃ কদম, কদম্ব,
ইংরেজি নামঃ Kadamba.
আদিবাসি নামঃ

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগ/রাজ্যঃ Plantae - Plants
উপরাজ্যঃ Tracheobionta - Vascular plants
অধিবিভাগঃ Spermatophyta - Seed plants
বিভাগঃ Magnoliophyta - Flowering plants
শ্রেণীঃ Asterids
বর্গঃ Gentianales
পরিবারঃ Rubiaceae
গণঃ Neolamarckia
প্রজাতিঃ Neolamarckia cadamba (Roxb.) Bosser
পরিচিতিঃ পত্রঝরা বৃক্ষ। ১৫-২০ মিটার লম্বা। কাণ্ড কিছুদূর নিঃশাখ, বাকল মসৃণ। ডাল পালা আনুভূমিক ও প্রশাখার প্রান্তে বড় বড় পাতা ঘণবদ্ধ। ফলক ১২-২২ সেমি লম্বা । অল্পবয়সী গাছের পাতা বেশি বড়, ডিম্বাকৃতি বা আয়তাকার, উপর চকচকে সবুজ, নিচ সাদাটে, সামান্য রোমশ। একক গোলাকার হলুদ মুণ্ডকে অসংখ্য ক্ষুদে নলাকার সাদা রঙের সুগন্ধি ফুল ঘনবদ্ধ। মুণ্ডকের ডাঁটা ২.৫-৪ সেমি লম্বা। ফল অনেকগুলো ছোট ছোট ফলের একটি মাংসল পিণ্ড, হলুদ থেকে বাদামি, ৫-৬ সেমি চওড়া। বীজ ক্ষুদে ও অজস্র। ফুল ফোটে বর্ষায়। বীজে চাষ। ভারত ও চিনের প্রজাতি।
ব্যবহারঃ বর্ষার আগমনী বার্তা হিসেবে এই ফুলের প্রতীক ব্যবহার করা হয়। সে সময় প্রেমিক-প্রেমিকাদের কাছে এ-ফুলের চাহিদা রয়েছে

Featured Post

বাংলাদেশের পাখির তালিকা, A checklist of the birds of Bangladesh.

Oriental Magpie Robin; National Bird of Bangladesh বাংলাদেশের বন্যপ্রাণীর তালিকাটি অনেক সমৃদ্ধ। এদেশ পাখির দিক দিয়...