১৭ জানুয়ারি, ২০১৪ সিরাজ সিকদারের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভার ব্যানার |
দেশের শ্রেষ্ঠ সন্তান, মাওবাদী বিপ্লবী নেতা শহীদ কমরেড সিরাজ সিকদারের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে নয়াগণতান্ত্রিক গণমোর্চার উদ্যোগে ১৭ জানুয়ারি, ২০১৪ বিকেলে শহরের কালিবাড়ীস্থ মওলানা ভাসানী স্কুলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গণমোর্চার নেতা বিকাশ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা তৌহিদুল ইসলাম, আবুবকর সিদ্দিক রুমেল, প্রফেসর মাহমুদুল আমিন, মাওপন্থী বুদ্ধিজীবি অধ্যাপক অনুপ সাদি, ফরিদুল ইসলাম ফিরোজ, শিক্ষক বদিউল আলম লিটন, সিপিবি নেতা ও ক্ষেতমজুর সমিতির ময়মনসিংহে জেলা সভাপতি সুশান্ত
দেবনাথ খোকন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিপ্লবী গণতান্ত্রিক শক্তির দুর্বলতার সুযোগে শাসকশ্রেণি ও তাদের বিদেশী প্রভুদের শাসন শোষণ এবং ষড়যন্ত্র-চক্রান্তের ফাঁদে বারবার জনগণ বন্দি হচ্ছে। তাই শাসকদের ক্ষমতা ভাগাভাগির ভাওতাবাজীর নির্বাচনের জাল ছিন্ন করতে হবে। মেহনতি মানুষের মুক্তির জন্য সমাজ পরিবর্তনের বিপ্লবী রাজনীতিকে শক্তিশালী করতে হবে। তারা বলেন, কমরেড সিরাজ সিকদারসহ অগনিত শহীদের রক্তরাঙা পথ ধরে
সমাজতন্ত্র-কমিউনিজমের লক্ষে নয়া-গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করতে
হবে। উল্লেখ্য, কমরেড সিরাজ সিকদারের মৃত্যুবার্ষিকী ছিল ২রা জানুয়ারী। এই দিনে সকল শহীদ বিপ্লবীদের স্মরণের প্রতিকী দিবস হিসেবে "জাতীয় শহীদ
দিবস" পালন করা হয়।
সূত্রঃ প্রেস
বিজ্ঞপ্তি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন