বিষকাটালি, ফটো: অনুপ সাদি |
বাংলা নাম: বিষকাটালি
ইংরেজি নাম: Oriental pepper
বৈজ্ঞানিক নাম: Persicaria orientalis
বর্ণনা: পথ চলতে প্রায়ই দেখি এ গাছ, নাম তার বিষকাঁটালি ....কিছুটা স্যাতস্যাতে মাটিতে দিব্যি আরামে দিন পার করে। প্রজাতিভেদে ফুল দুই ধরণের দেখা যায়- গোলাপি-শাদা আর শাদা। এর ঔষধি অনেক গুণের মধ্যে একটা হলো টিউবারকলোসিস নিরাময়ে এর বীজের ব্যবহার। ভীমরুলের কামড় থেকে উৎপন্ন বিষের জ্বালা কমাতে বিষকাটালির রস ব্যবহার হয়। বিষ কাটালির সংস্কৃত নাম বিশল্যকরনী। গ্রামের কিশোরেরা কেঁচোকে মাটির নিচ থেকে বের করে আনার উদ্দেশ্যে যে স্থানে কেঁচো আছে সেই জায়গার উপরে এই গাছটির লতাপাতাকে পা দ্বারা কচলাতে থাকে এবং পায়ে পানি ঢালতে থাকে। গাছের পাতার রসমিশ্রিত পানি মাটিতে প্রবেশ করলে মাটির নিচ থেকে কেঁচোরা বের হয়ে আসে এবং সেই কেঁচো কিশোরেরা বড়শিতে মাছ শিকারে কাজে লাগায়। মজাটা হলও জলাভূমির ধারে এই গাছ জন্মায়, আর সেই জলার মাছ ধরতেই এই গাছের ব্যবহার করা হয়।
আরো পড়ুন:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন