শহরে তুমুল হাওয়া এলো সন্ধ্যার পর,
এই আশ্বিনে শিলাইদহে বৃষ্টি আর বিদ্যুতের ঝলকানিতে
নামলো সুউচ্চ টাওয়ারের মতো
বিশাল রাত;
তোমার স্মৃতির অবিশ্রাম আল্পনায় রাত্রির মহোৎসবে
ডুবে গেলো আমার হৃদয় ও ছেঁড়া পথ ঘাট,
এখন হয়তো তুমি রাজধানীর কোনো সাংস্কৃতিক কেন্দ্রের
বিলাসিতায়
দেখছো অভিজাত জীবনের বহুরঙা প্রতিবিম্ব;
তোমাকে ঘিরে আছে একঝাঁক কামনার নির্ভিক হাসি, সর্বব্যাপী
সুখ
অপ্রকাশ্য নিস্তব্ধতা আর অশান্ত ইচ্ছেগুলো;
এরকম ভালোবাসা যেন কখনো এ পৃথিবীতে না আসে,
এরকম ভালোবাসা যেন মরে যায় শনি বা বৃহস্পতির বিষাক্ত
বাতাসে।
তোমাকে আমি এড়াতে পারি না,
তবুও তুমুল বৃষ্টিতে
নিত্য আসা যাওয়া করো তুমি চেতনার গভীরে,
এমন চনমনে রাতে তোমার স্মৃতির মত্ততায়
আমি পাই কিছু সুর, কতিপয় সূত্র;
তোমার হাতে লেখা গানের পাখনায় উড়ে
উড়ে
পদ্মা গড়াইয়ের দুই তীরে ঘুরে ঘুরে
আমার মন চলে যায় হিমালয় আল্পস আন্দিস পেরিয়ে
আটলান্টিক প্রশান্ত ভারত মহাসাগরের তীরের
সেইসব মানুষের কাছে যারা আমাকে কোনোদিন জানবে না
তোমার মতো করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন