![]() |
গোলপাতা বা গোলগাছ, Nypa fruiticians |
গোলগাছ বা গোলপাতা হচ্ছে বাংলাদেশের সুন্দরবন, ভারত
মায়ানমারসহ এশিয়া, ওসেনিয়া ও আফ্রিকার পূর্ব অঞ্চলের সমুদ্রতীরবর্তী অঞ্চলের গাছ। এতদঞ্চলে
গোলগাছ এবং হোগলার ব্যাপক প্রচলন আছে। এগুলি দেখতে ২/৩ বছরের নারকেল গাছের মত। নদী
ও খালের পাশে কর্দমাক্ত স্থানে এগুলি জন্মে থাকে। এর পাতাগুলি দেখতে নারকেল গাছের
পাতার মত এবং খুব প্রসস্ত এর পাতা ঘর ছাউনীর কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অন্যান্য
গাছের মতো এই পাতা কাটবার জন্য কোন নির্ধারিত সময় বিবেচনা করা হয় না। এই পাতা
প্রত্যেক বছর কাটা যায়। নিয়ম হ’ল গাছের মাঝখানের কচি পাতাটির সংগে আর একটি পুরোনো পাতা রেখে
বাকী সব পাতা কাটতে হয়।
গোলপাতার
বৈজ্ঞানিক নাম Nypa fruiticians. এটি পাম গোত্রের পামজাতীয় এক উদ্ভিদ প্রজাতি। এটি ম্যানগ্রোভ উদ্ভিদ, ছডি়যে় আছে এশিয়া, ওসেনিয়া ও আফ্রিকার পূর্ব-উপকৃলের ম্যানগ্রোভ বনে। কাণ্ড খাটো, অনুভৃমিক ও তাতে অজস্র শিকড়। পাতা লম্বা ও খাড়া, ৩ থেকে ৯ মিটার লম্বা হয়। গোলপাতা সুন্দরবনে স্বল্প ও মধ্যম লবণাক্ত অঞ্চলে জন্মে।
আরো পড়ুন:
৪. বাংলাদেশের পাখির তালিকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন