চিঠি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চিঠি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২

অনুপ সাদির খোলা চিঠি


বন্ধুরা
,

আমি ফেসবুকে একাউন্ট খুলি ২৮ অক্টোবর, ২০১১ তারিখে। এই কাজটির সাথে নিজেকে জড়িয়ে ভালো লেগেছিল। এটি চালাতে গিয়ে আমাকে নানা কাজ শিখতে হয়েছে। সেই কাজগুলোকে আনন্দের সাথেই এখনও করে চলছি। এই কাজগুলো নিজের জন্য যতটুকু করেছি, আপনাদের এবং মানুষের জন্য করেছি তার চেয়েও বেশি। কাজগুলোর তালিকা নিচে দিলাম।

১. আমি এখন ফটোশপের কাজ পারি। আপনারা অবাক হবেন যে আমি ফটোশপ সিসি ব্যবহার করি।
২. অভ্র ব্যবহার করে দ্রুত বাংলা লিখতে পারি।
৩. ই-বই বানাতে পারি।
৪. আমি বাংলা উইকিপিডিয়াতে যুক্ত করেছি ১৬০০টি নতুন নিবন্ধ। বাংলাভাষী জনগণের জন্য তথ্যকে সহজলভ্য করতে নিজের দায় থেকে আমি এটি করেছি। বাংলা উইকিতে মাত্র এখন প্রায় ১৩২,০০০ নিবন্ধ আছে। আমি একাই যুক্ত করেছি ১৬০০টি যা ভেবে আমি নিজেই আনন্দ পাই। উইকিতে সম্পাদনা করেছি প্রায় ৫০০০০।

আমার আগের ফেসবুক একাউন্টটি বন্ধ করার পরে নতুন একাউন্ট হয়। আজ ২০২২ সালের ডিসেম্বরের শেষে এসে বলতে পারি আমার লেখা প্রতিদিন হাজার হাজার জন পড়ে থাকেন। এই বিপুল পাঠকের প্রতাশা হয়তো আমি পূরণ করতে পারি না। আমি চাই আমার পাঠকেরা আমার সীমাবদ্ধতাগুলো বুঝে উঠুক। তারা গণতান্ত্রিক, সৃজনশীল, শুভবুদ্ধির শ্রমমুখি হয়ে উঠুক। তাদের প্রত্যাশাগুলো লক্ষ শ্রমিক-কৃষকের প্রত্যাশার সাথে মিলিত হোক

আমি এই সময়টিতে যে শ্রম দিয়েছি তা সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতায়। আপনারা পড়েন বিধায় আমি লিখতে চাই। এই সময় আমি প্রকাশকদের সাথে যোগাযোগ করতে পারিনি। আমার বই বইমেলাতে আসবে কীনা তা টের পাই না। আমার লেখা বিতর্কও হয়তো তৈরি করতে পারে না। কিন্তু আমি মনে করি জনগণের পক্ষে থেকে আমাদের দীর্ঘমেয়াদি জনমত তৈরির চেষ্টা চালিয়ে যেতে হবে সেই জনমত তৈরির চেষ্টায় এগিয়ে যাওয়া বড় কথা নয়, এই সুবিধাবাদের যুগে শ্রমিকের পক্ষে থেকে কাজ করাটাই প্রধান লড়াই।

ওয়েবসাইট ও ব্লগ হওয়ায় আমি এখন অনেকটাই স্বাধীন। কিন্তু আমি ব্লগ-ফেসবুকের এই জগতটিতে বিচরণ শুরু করি অনেকের পরে। কিন্তু যে দ্রুত আমি এই জগতটিকে বুঝতে পেরেছি তা আমার কাছে ভালই লাগে। এখন আমি প্রতিদিনই কিছু লিখতে চেষ্টা করি। পুরোনো লেখাগুলোকে হাজির করি। এভাবেই আমি আমার প্রায় সব লেখাকে অনলাইনে প্রকাশ করেছি আমি আমার চারটি বইকে ই-বই আকারে হাজির করেছি এবং একটি ই-বই সংকলন করেছি। সেগুলোও আপনারা পেয়ে থাকবেন এছাড়া আরো বেশ কয়েকটি ই-বই তৈরির কাজ চলছে। এছাড়াও আমার ১২ টি বিভিন্ন ধরনের বই প্রকাশিত হয়েছে। আমার জীবনের দীর্ঘ এই এগারটি বছর দিয়েছি আমি বাংলা ভাষার লক্ষ পাঠকের সাথে আমার কিছু পছন্দের বিষয়কে ছড়িয়ে দেবার জন্য।

আর এতসব কাজ করতে গিয়ে কিছু ভার্চুয়াল শত্রুও জুটিয়েছি। সেই শত্রুরা আমার কোনো ব্যক্তিগত শত্রু নয়। তাঁরা আমার আদর্শিক শত্রু। গণতন্ত্র ও সমাজতন্ত্রব্যবসায়ীদের বিরুদ্ধে আমি অনবরত লিখে গেছি। আমি সকল রকমের ব্যবসার ধ্বংস কামনা করি। আশা করি আমার ভার্চুয়াল এবং বাস্তবের সব বন্ধুরাই আমাকে আলোচনা ও সমালোচনার মাধ্যমে অতীতের মতোই সহযোগিতা করবেন। আপনাদের পরামর্শ আমাকে চলার পথের দিশা দেবে। জনগণের পথকে যেন আমরা আঁকড়ে থাকতে পারি। গণশত্রুদের পরাজয় অনিবার্য

অনুপ সাদি,
২৫ ডিসেম্বর, ২০২২, ময়মনসিংহ, বাংলাদেশ।

Featured Post

বাংলাদেশের পাখির তালিকা, A checklist of the birds of Bangladesh.

Oriental Magpie Robin; National Bird of Bangladesh বাংলাদেশের বন্যপ্রাণীর তালিকাটি অনেক সমৃদ্ধ। এদেশ পাখির দিক দিয়...