তুমি কি শোনো,
কিছু কথা লুকানো আছে কিছু কথার পাশে
গোপন কথা শুনতে কেন হাজার
মানুষ আসে
হৃদয় খোলা ছিল তোমার সিক্ত হাওয়ার কাছে।
দেখলে পেতে,
সব হৃদয়ে হাজার কথার উলটো চলাচল
তোমার সাথে সেই কথাদের ব্যাপ্ত টলমল
ছিলো সবার সাথে আমার মাঠ পেরোনোর আশা
দুটি প্রাণের এক সকালের সফল ভালোবাসা;
মাঠের পরে মাঠ এসেছে গাঙের পরে গাঙ
তোমার সাথে এক বিকেলের সদ্য অভিমান।
লাফ দিয়ে যাক,
সময়গুলো গভীর হাওয়ায় স্বপ্নগুলোর সাথে
ইর্ষাবিহীন আমরা হাঁটি তোমার ঈশারাতে;
সাঁতার কেটে
দেখেছিলাম সবাই মিলে অন্ধকারের জোর
তোমার চোখে দুলছিল এক উজ্জ্বলতার ঘোর।
সাহস নিয়ে
করেছি লড়াই সকলে মিলে মঞ্চে বা বাস্তবে
তুমি ছিলে তাইতো ছিলাম তোমার অবয়বে;
নতুন আলো
ফুটলে দেখি দিকে দিকে নতুন করে বাঁচা
নতুন আকাশ নতুন আশা নতুন করে নাচা
তোমার হাতে ফোটা শতেক রঙিন ফুলের ঘ্রাণ
তোমাকে ডাকে আমাকে ডাকে শক্তি অনির্বাণ।
বজ্র আনার
চিন্তা জাগায় অন্ধকারে কোনো সফল শিখা
তোমায় ডাকে আমায় ডাকে অনুধাবনের রেখা।
২৭ সেপ্টেম্বর, ২০০৪. কুষ্টিয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন