উলটকম্বল |
বাংলা নাম:
উলটকম্বল
বা উল্টোকমল
বৈজ্ঞানিক নাম: Abroma augusta
ইংরেজি নাম: Devil's
cotton.
আদিবাসি নাম:
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য:
Plantae - Plants
বর্গ: Malvales
পরিবার: Malvaceae
গণ:
Abroma L.
প্রজাতি: Abroma augusta L.
পরিচিতি: এটি অস্বাভাবিক দেখতে এক ধরনের গাছ। পাতা,
ছাল, কাণ্ড, মূল,
ঋতুস্রাব, গনরিয়া, ডায়াবেটিস,
ত্বকের সংক্রমণে এবং ফোঁড়ায় ব্যবহৃত হয়। এটা
ভেষজ গাছ। এই
গাছের পাতা, বৃন্ত বা ছোট শাখা জলে সরারাত ভিজিয়ে রেখে সকালে জেলির মতো নির্যাস অনেকেই
খায়। কোস্ট কাঠিন্যের মতো রোগে কাজ করে। এই ঘন নির্যাস মাথায় দিলে মাথা ঠান্ডা থাকে।
নারীদের যোনিপথের
সংক্রমণে কাজে লাগে।
বিস্তৃতি: এটি মূলত বাংলাদেশ ও ভারতের উষ্ণঅঞ্চলের উদ্ভিদ।
আরো পড়ুন:
৪. বাংলাদেশের পাখির তালিকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন