ল্যাঞ্জা লাটোরা, ফটোঃ ফিরোজ আল সাবাহ, বাংলাদেশ |
দ্বিপদ নাম/Scientific
Name: Lanius schach Linnaeus, 1758
সমনাম: নেই
বাংলা
নাম: ল্যাঞ্জা লাটোরা
ইংরেজি নাম/Common Name: Long-tailed Shrike.
জীববৈজ্ঞানিক
শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্যKingdom:
Animalia
বিভাগ/Phylum:
Chordata
শ্রেণী/Class:
Aves
পরিবার/Family:
Laniidae
গণ/Genus:
Lanius, Linnaeus, 1758;
প্রজাতি/Species:
Lanius schach Linnaeus, 1758
ভূমিকাঃ বাংলাদেশের পাখির তালিকায়
Lanius গণে বাংলাদেশে রয়েছে এর ৬টি প্রজাতি এবং পৃথিবীতে রয়েছে মোট ৩০টি প্রজাতি।
বাংলাদেশে প্রাপ্ত ও আমাদের আলোচ্য প্রজাতিটির নাম হচ্ছে ল্যাঞ্জা লাটোরা।
বর্ণনাঃ ল্যাঞ্জা লাটোরার দৈর্ঘ্য ২৫ সেমি, ওজন ৪৫ গ্রাম, ডানা ৯.৫ সেমি, ঠোঁট
২.২ সেমি, পা ৩ সেমি, লেজ ১২ সেমি।
স্বভাবঃ ল্যাঞ্জা লাটোরা খোলা মাঠ, ক্ষুদ্র ঝোপ, উঁচু ঘাস, রাস্তার পাশের গাছ ও
ফলবাগানে বিচরণ করে।
বিস্তৃতিঃ ২০০৯ সালে এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশ
উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষে ল্যাঞ্জা
লাটোরাকে বাংলাদেশের সুলভ আবাসিক পাখি হিসেবে বলা হয়েছে।
অবস্থা:
ল্যাঞ্জা লাটোরা বিশ্বে ও বাংলাদেশে বিপদমুক্ত
বলে বিবেচিত। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ-প্রজাতি সংরক্ষিত।
আরো পড়ুন:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন