মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৫, ২০১৪

কাটুয়া চিল বাংলাদেশের দুর্লভ আবাসিক পাখি


কাটুয়া চিল, ফটোঃ রেজাউল হাফিজ রাহী
দ্বিপদ নাম/Scientific Name: Elanus caeruleus (Desfontaines, 1789)
সমনাম: Falco caeruleus Desfontaines, 1789
বাংলা নাম: কাটুয়া চিল, সাদা চিল
ইংরেজি নাম/Common Name: Black-winged Kite (Black shouldered Kite).

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্যKingdom: Animalia
বিভাগ/Phylum: Chordata
শ্রেণী/Class: Aves
পরিবার/Family: Accipitridae
গণ/Genus: Falco, Savigny, 1809; 
প্রজাতি/Species: Elanus caeruleus (Desfontaines, 1789)
ভূমিকাঃ বাংলাদেশের পাখির তালিকাElanus গণে বাংলাদেশে রয়েছে এর ১টি প্রজাতি এবং পৃথিবীতে রয়েছে মোট ৪টি প্রজাতি। বাংলাদেশে প্রাপ্ত ও আমাদের আলোচ্য প্রজাতিটির নাম হচ্ছে কাটুয়া চিল।
বর্ণনাঃ কাটুয়া চিল কাঁধে বড় পট্টি ও সুচালো ডানার ছোট শিকারি পাখি। এদের দৈর্ঘ্য ৩৩ সেমি, ওজন ১৬৪ গ্রাম, ডানা ২৭ সেমি, ঠোঁট ২.৩ সেমি, পা ৩.৬ সেমি, লেজ ১২.৩ সেমি।
স্বভাবঃ কাটুয়া চিল আবাদি জমি দিয়ে বিচ্ছিন্ন তৃণভূমি কিংবা ছড়িয়ে থাকা গাছ, নিচুভুমি, শুকনো ক্ষুদ্র ঝোপ অ মরুভূমির ক্ষুদ্র ঝোপে বিচরণ করে।
বিস্তৃতিঃ ২০০৯ সালে এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষে কাটুয়া চিলকে বাংলাদেশের দুর্লভ আবাসিক পাখি হিসেবে বলা হয়েছে।
অবস্থা: কাটুয়া চিল বিশ্বে ও বাংলাদেশে বিপদমুক্ত বলে বিবেচিত। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ-প্রজাতি সংরক্ষিত। 
আরো পড়ুন:

. বাংলাদেশের পাখির তালিকা  

. বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা

৩. বাংলাদেশের ঔষধি উদ্ভিদের একটি বিস্তারিত পাঠ

৪. বাংলাদেশের ফলবৈচিত্র্যের একটি বিস্তারিত পাঠ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

বাংলাদেশের পাখির তালিকা, A checklist of the birds of Bangladesh.

Oriental Magpie Robin; National Bird of Bangladesh বাংলাদেশের বন্যপ্রাণীর তালিকাটি অনেক সমৃদ্ধ। এদেশ পাখির দিক দিয়...