তিনি ২৯ ডিসেম্বর বাংলাদেশের বরিশালের শায়েস্তাবাদের
পূর্ব হবিনগর গ্রামের মায়ের বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর মাতার নাম ফিরোজা আক্তার
বেবী এবং বাবার নাম মো: মোতালিব হোসেন। হবিনগর গ্রাম, বরিশাল ও ঢাকা শহরে বেড়ে ওঠা।
সৌরভ মাহমুদ এক যুগেরও বেশি সময় প্রকৃতি ও পরিবেশ বিষয়ে
কলাম লিখছেন দৈনিক প্রথম আলোয় ‘প্রকৃতি’ কলামে।
উদ্ভিদবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে এম.এস.সি করেছেন। জীববৈচিত্র্য ও পরিবেশ বিশেষজ্ঞ
হিসেবে কাজ করেছেন সিইজিআইএস এ।
বর্তমানে জার্মানীর ড্রেসডেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
জীববৈচিত্র্য বিষয়ে অধ্যায়নরত এবং জার্মানীর জীববৈচিত্র্য গবেষণা প্রতিষ্ঠান
জেনকেনবার্গ এ কাজ করছেন। তার পাখি ও উদ্ভিদ বিষয়ে বৈজ্ঞানিক প্রকাশনা প্রকাশিত
হয়েছে আর্ন্তজাতিক জার্নালে। তিনি প্রকৃতি ও পরিবেষবিষয়ক লেখক, উদ্ভিদ এবং পাখি বিশেষজ্ঞ।
তার প্রকাশিত গ্রন্থ তিনটি হচ্ছে বাংলার
ও জীবনানন্দের শালিকেরা (এতিহ্য, একুশের বই মেলা ২০১০) শ্যামলী রমনা (অনিন্দ্য
প্রকাশ,
২০১৬) এবং পাখি আমার বনের
পাখি (অনিন্দ্য প্রকাশ, ২০১৬)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন