কালামাথা বেনেবউ, Photo: Kiron Khan |
বাংলা নাম: কালামাথা বেনেবউ,
বৈজ্ঞানিক নাম/Scientific Name: Oriolus xanthornus (Linnaeus,
1758)
সমনাম: Coracias xanthornus (Linnaeus, 1758)
ইংরেজি নাম/Common Name: Black-hooded Oriole.
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্যKingdom: Animalia
বিভাগ/Phylum: Chordata
শ্রেণী/Class: Aves
পরিবার/Family: Corvidae
গণ/Genus:
Oriolus, Linnaeus, 1766;
প্রজাতি/Species: Oriolus xanthornus (Linnaeus, 1758)
ভূমিকা: বাংলাদেশের
পাখির তালিকায় Oriolus এই গণে পৃথিবীতে ২৭ প্রজাতির পাখি রয়েছে। বাংলাদেশে রয়েছে তার ৫টি প্রাজাতি। সেগুলো হলো
আমাদের আলোচ্য
১. কালামাথা বেনেবউ, ২. কালাঘাড় বেনেবউ, ৩. ইউরেশীয়
সোনাবউ, ৪.
সরুঠোঁট বেনেবউ, ও
অন্যটি ৫.
তামারঙ বেনেবউ। আমাদের
আলোচ্য প্রজাতিটির নাম হচ্ছে কালামাথা বেনেবউ।
বর্ণনা: কালামাথা বেনেবউ কমলা রঙের ঠোঁট
ও গাঢ় লাল ঠোঁটের উজ্জ্বল সোনালি হলুদ। মাথা কালো, সারা শরীর হলুদ, এবং কিছু পালক
কালো। ঠোঁটটি তার হাল্কা লাল। মেয়ে পাখি ছেলে পাখি দেখতে প্রায় একই রকম।
স্বভাব: চঞ্চল পাখি কালামাথা
বেনেবউ। বসন্তের শেষদিকে প্রজনন সময়, ডিম দেয় এক সাথে দুই থেকে চারটি।
বিস্তৃতি: কালামাথা বেনেবউ বাংলাদেশের সুলভ আবাসিক পাখি। সব বিভাগের বনে, গ্রামাঞ্চলে, বনে বাদাড়ে সহ
বাড়ির আসে পাশে পাওয়া যায়।
অবস্থা: ২০০৯ সালে এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষে এটিকে বাংলাদেশে ও বিশ্বে
বিপদমুক্ত পাখি
হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরো পড়ুন:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন