শনিবার, মার্চ ০১, ২০১৪

খয়রামাথা গাঙচিল বাংলাদেশের সুলভ পরিযায়ী পাখি


খয়রামাথা গাঙচিল, Brown-headed Gull, প্রজননকাল ছাড়া রঙ, ফটোঃ অনুপ সাদি
দ্বিপদ নাম/Scientific Name: Larus brunnicephalus Jerdon, 1840
সমনাম: নেই
বাংলা নাম: খয়রামাথা গাঙচিল
ইংরেজি নাম/Common Name: Brown-headed Gull.

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্যKingdom: Animalia
বিভাগ/Phylum: Chordata
শ্রেণী/Class: Aves
পরিবার/Family: Laridae
গণ/Genus: Larus, Linnaeus, 1758; 
প্রজাতি/Species: Larus brunnicephalus Jerdon, 1840
ভূমিকাঃ বাংলাদেশের পাখির তালিকাLarus গণে বাংলাদেশে রয়েছে এর ৫টি প্রজাতি এবং পৃথিবীতে রয়েছে মোট ৪৩টি প্রজাতি। বাংলাদেশে প্রাপ্ত প্রজাতি ৫টি হচ্ছে, ১. খয়রামাথা গাঙচিল, ২. হলদেপা গাঙচিল ৩. হিউগ্লিনের গাঙচিল, ৪. পালাসি গাঙচিল ও ৫. কালামাথা গাঙচিল। আমাদের আলোচ্য প্রজাতিটির নাম হচ্ছে খয়রামাথা গাঙচিল।
বর্ণনাঃ খয়রামাথা গাঙচিল ডানায় সাদা টিপ দেয়া ধূসর সামুদ্রিক পাখি। এদের দৈর্ঘ্য ৪৭ সেমি, ডানা ৩৫ সেমি, ঠোঁট ৪ সেমি, পা ৫.২ সেমি, লেজ ৭.৫ সেমি।
স্বভাবঃ খয়রামাথা গাঙচিল উপকূলীয় লেগুন, পোতাশ্রয়, জেলেপল্লী, জোয়ারীয় খাঁড়ি, মোহনা, নদী ও হ্রদে বিচরণ করে।
বিস্তৃতিঃ ২০০৯ সালে এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষে খয়রামাথা গাঙচিলকে বাংলাদেশের সুলভ পরিযায়ী পাখি হিসেবে বলা হয়েছে।
অবস্থা: খয়রামাথা গাঙচিল বিশ্বে ও বাংলাদেশে বিপদমুক্ত বলে বিবেচিত। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ-প্রজাতি সংরক্ষিত। 


আরো পড়ুন:

. বাংলাদেশের পাখির তালিকা  

. বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা

৩. বাংলাদেশের ঔষধি উদ্ভিদের একটি বিস্তারিত পাঠ

৪. বাংলাদেশের ফলবৈচিত্র্যের একটি বিস্তারিত পাঠ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

বাংলাদেশের পাখির তালিকা, A checklist of the birds of Bangladesh.

Oriental Magpie Robin; National Bird of Bangladesh বাংলাদেশের বন্যপ্রাণীর তালিকাটি অনেক সমৃদ্ধ। এদেশ পাখির দিক দিয়...