উইন্ড্যাম ল্যুইস শিল্পের জন্য শিল্পের চেয়ে মানুষের
জন্য শিল্পের দিকেই বেশি ঝোঁক দেখিয়েছেন। তিনি মানতেন যে অতীত লেখকদের উদাহরণ ছাড়া
শিল্প সংক্রান্ত যাবতীয় কাজকর্ম অসম্ভব।
আমাদের আলোচ্য লেখকের একটি বইয়ের নাম শিল্প ছাড়া
মানুষ[১]। এই লেখক সম্পর্কে আধুনিকতাবাদী কবি সুধিন্দ্রনাথ দত্ত লিখেছেন,
“তাঁর বক্তব্যে তর্কের অবকাশ আছে বটে, কিন্তু শুভ
বুদ্ধির অভাব নেই।”[২]
মহাকবি শেক্সপীয়রকে যখন কিছু যান্ত্রিক বস্তুবাদীরা
বুর্জোয়াদের সমর্থক হিসেবে উঠে পড়ে লেগেছিলেন সেইরকম মুহূর্তে ল্যুইস বলেছিলেন,
“সামন্ততান্ত্রিক
কবি তো দূরের কথা ত্রোইলাস ও ক্রেসিডা, টেম্পেস্ট, বা করিওলানুস
নাটকে যে শেক্সপীয়ারের দেখা পাই
তিনি অনেক বেশি বলশেভিক; রক্ষণশীল রোমান্স রচয়িতা তিনি নন।”
তথ্যসূত্রঃ
১. Men without Art, Wyndham
Lewis.
২. সুধীন্দ্রনাথ দত্তের প্রবন্ধসংগ্রহ; দেজ পাবলিশিং,
কলকাতা, পৃষ্ঠা- ১৩৪, জানুয়ারি, ১৯৯৫।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন