রোসকোগুলো, ফটোঃ Jummo Adison |
স্থানীয় চাকমা ভাষায় নাম ‘রোসকোগুলো’। ফলটি লতায় ধরে। কোনো গাছকে অবলম্বন করে
লতাটি বেড়ে উঠে। পুরো লতাটির গায়ে এই ফল ধরতে দেখা যায়। ফলটি
কাঁচা অবস্থায় সবুজ থাকে কিন্তু পাকলে লাল রঙ ধারণ করে। ফলটির ভেতরে
বড় আকারের একটি বিচি থাকে। বাকল ফেলে দিয়ে বিচির গায়ে লেগে থাকা হালকা
রস চুষে চুষে খেতে হয়। রস স্বাধে টক-মিষ্টি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন