নৃত্যে ছন্দে মধুচন্দ্রিমাতে কেটেছে গতকাল,
আমার সামনে তুমি তারার আলোয় ভরাট
এক উজ্জ্বল দাবানল, ঘুরছো
নিজের আঙিনায়,
আমি জানি গতকালের রাতই জীবনের শ্রেষ্ঠ সময়
উৎসাহে আবেগে আমার শুদ্ধতাকে করেছি রচনা
সুন্দর প্রকৃতি দিয়েছিল সমগ্র উজাড় করে,
চাঁদহীন রাতে বিশুদ্ধ আকাশ ছিলো ধীর ভীরু পায়ে,
এমন রাতে আমি উদ্বেগহীন আবেগে কাটিয়েছি,
সারারাত তোমার সুগন্ধে ডুবসাঁতার,
দুইপারে উড়ে উড়ে উদভ্রান্ত কল্পনার ভরা নদী,
তোমার আবেশে সারারাত তন্দ্রাচ্ছন্ন নেশার ঘোর, মহাজগতে;
আমার ফুলগুলো উছলে উঠেছে হৃদয়ের গহবরে
উচ্ছল চঞ্চল আমি তোমার স্পর্শে পেয়েছি বিহ্বল জীবন,
মিলনের আহবানে আবাহন করেছি আমরা গতকাল,
আরেক পৃথিবী জন্ম দেবে বলে দুরে কোথা ও সূর্য ডাকছে আমাদের ...
২৩ সেপ্টেম্বর, ২০০৪, কুষ্টিয়া।