এসো, এসো কথা বলি নিরবে নিভৃতে
ছোট রোদ ডালে ডালে, কে আর জোরে কথা বলে,
শব্দ করো না কোনো, আমি
তোমাকে ভাবছি,
বুকের ভেতরে টিপ, ঝড়ে বাজে শিশিরের গান,
শুনে শুনে কেটে যাবে দুইপারের কল্পলতা ঘ্রাণ;
কাউকে বলো না কিছু, কেউ যেন শোনে নাক কথা,
আমি নীল আকাশের পাখি, তুমি লাল আলোর ভুবন,
এই মৃত ব্যথা
জেগে থাক টর্চলাইট মুখে নিয়ে
ভাসমান আউলানো ক্ষণ পাবো নাকো
আর,
চলো উঠি নাগরদোলায়, তৈরি
হোক প্রাণের বায়োযান;
আজকের দিনটি পাকুক আলো পূর্ণপ্রাণ।
আমরা ঘুম চোখেই কাটাবো সারা নভোযান,
আবার বাজবে বাঁশি দুই হৃদয়ে
আবার জাগবে লাল স্মৃতি-নকশি কাঁথা
আবার পহেলা ফাগুন পলাশে-বরুণে,
আবার রক্তে আগুন বারুদে-কামানে,
আবার নতুন তুমি নতুন পাখনায়
জ্বলছে পুরানো খাতা, নতুন
ভাবনায়
হৃদয়ে উড়ছে আজ অমোঘ ডানায়।
ওখানেই থাকে সবার একমুখী পথ
সে পথেই যাবে আমার সমস্ত সম্পদ... ... ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন