বুধবার, মে ৩০, ২০১২

ছোট বগা বাংলাদেশের সুলভ আবাসিক পাখি




ছোট বগা, ফটো: ইংরেজি উইকিপিডিয়া থেকে
দ্বিপদ নাম/Scientific Name: Egretta garzetta
সমনাম: Ardea garzetta, Linnaeus, 1766 
বাংলা নাম: ছোট বগা, ছোট করচে বক(আলী)
ইংরেজি নাম/Common Name: Little Egret.

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Animalia
বিভাগ: Chordata
শ্রেণী: Aves
পরিবার/Family: Ardeidae
গণ/Genus: Egretta, Forster, 1817;
প্রজাতি/Species Name: Egretta garzetta Linnaeus, 1766
ভূমিকা: বাংলাদেশের পাখির তালিকাEgretta গণে বাংলাদেশে রয়েছে এর ৩টি প্রজাতি এবং পৃথিবীতে ১৪টি প্রজাতি। বাংলাদেশে প্রাপ্ত প্রজাতি তিনটি হলো ছোট বগা, মাঝলা বগা ও প্রশান্ত শৈলবগা। আমাদের আলোচ্য প্রজাতিটির নাম হচ্ছে ছোট বগা
বর্ণনা: ছোট বগা কালো ঠোঁট, কালো পা ও হলদে আঙুলওয়ালা সাদা জলচর পাখি। এদের দৈর্ঘ্য ৬৩ সেমি,  ওজন ৩৯০ গ্রাম, ডানা ২৮ সেমি, ঠোঁট ৮.৫ সেমি, পা ১০.৪ সেমি, লেজ ১০ সেমি। আকারে মেয়ের চেয়ে ছেলেপেখি সামান্য বড়। ৩টি উপপ্রজাতির মধ্যে E. g. garzetta বাংলাদেশে রয়েছে।
স্বভাব: ছোট বগা বিল, হ্রদ, নদী, জলাধার, খাল, প্যারাবন, প্লাবনভূমি, খোলা বন ও ধানখেতে বিচরণ করে; সচরাচর বগা ও বকের মিশ্র দলে থাকে।
বিস্তৃতি: ছোট বগা বাংলাদেশের সুলভ আবাসিক পাখি। সব বিভাগের সব জলাশয়ে পাওয়া যায়। ইউরোপ, আফ্রিকা, পুরোভারত উপমহাদেশ, ইন্দোনেশিয়া ফিলিপাইনসহ এশিয়ায় এর বৈশ্বিক বিস্তৃতি রয়েছে।
অবস্থা: ২০০৯ সালে এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষে এটিকে বাংলাদেশে ও বিশ্বে বিপদমুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিবিধ: Egretta এই গণে পৃথিবীতে  ১৪ প্রাজাতির পাখি রয়েছে। বাংলাদেশে রয়েছে তার তিনটি প্রাজাতি। সেগুলো হলো আমাদের আলোচ্য ছোট বগা, মাঝলা বগা ও প্রশান্ত শৈলবগা।

আরো পড়ুন:

. বাংলাদেশের পাখির তালিকা 

. বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা

৩. বাংলাদেশের ঔষধি উদ্ভিদের একটি বিস্তারিত পাঠ

৪. বাংলাদেশের ফলবৈচিত্র্যের একটি বিস্তারিত পাঠ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

বাংলাদেশের পাখির তালিকা, A checklist of the birds of Bangladesh.

Oriental Magpie Robin; National Bird of Bangladesh বাংলাদেশের বন্যপ্রাণীর তালিকাটি অনেক সমৃদ্ধ। এদেশ পাখির দিক দিয়...