রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০১৪

পালটে দেবার ভুল

মুখোশের মুখগুলো দিনরাত বদলাতে বদলাতে
যা বাকি থাকে তাকে উত্তরাধুনিকতা নাম দেয়া যায়,
মুখ-রূপের আড়ালে অন্ধকারের পিরামিডে খেলা করে
নাগরিক লোভ আর মুনাফার লম্ফঝম্ফ,
অথচ জীবন আর জিনের দ্বন্দ্বে
একদিন এই পাঞ্জিয়া বিলুপ্ত হয়ে এসেছিল আমাদের মহাদেশগুলো,
তার শেষকালে বদলে গিয়ে এসেছিল হোমো সেপিয়েন্স;
যারা কয়েক লাখ বছর পরে সবকিছু উলটেপালটে ঘোষণা করবে
তারাই মহাপৃথিবীর দণ্ডমুণ্ডের হর্তাকর্তা।

২১ ফেব্রুয়ারি, ২০১৪
পানখাইয়াপাড়া, খাগড়াছড়ি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

বাংলাদেশের পাখির তালিকা, A checklist of the birds of Bangladesh.

Oriental Magpie Robin; National Bird of Bangladesh বাংলাদেশের বন্যপ্রাণীর তালিকাটি অনেক সমৃদ্ধ। এদেশ পাখির দিক দিয়...