সবুজপিঠ তিত, ফটো: ইংরেজি উইকিপিডিয়া থেকে |
বাংলা নাম: সবুজপিঠ তিত,
ইংরেজি নাম/Common Name: .
বৈজ্ঞানিক নাম/Scientific Name: Parus monticolus,
সমনাম: নেই।
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্যKingdom: Animalia
বিভাগ/Phylum: Chordata
শ্রেণী/Class: Aves
পরিবার/Family: Paridae,
গণ/Genus: Parus, Linnaeus,
1758;
প্রজাতি/Species: Parus monticolus
(Vigors, 1831)
ভূমিকা: বাংলাদেশের
পাখির তালিকায় Parus এই গণে পৃথিবীতে ২২
প্রজাতির পাখি রয়েছে। বাংলাদেশে রয়েছে তার ২টি প্রাজাতি। সেগুলো হলো ১.
বড়
তিত, এবং
২. ছোট তিত। আমাদের আলোচ্য প্রজাতিটির নাম সবুজপিঠ
তিত।
স্বভাব: সবুজপিঠ
তিত সাধারণত বন, ঘেরা ফলের বাগান ও আবাদি জমিতে বিচরণ করে।
বিস্তৃতি: সবুজপিঠ
তিত বাংলাদেশের অনিয়মিত পাখি। সিলেট
বিভাগের চাবাগানে পাওয়া গেছে।
অবস্থা: সবুজপিঠ
তিত বিশ্বে বিপদমুক্ত বলে বিবেচিত। ১৯৭৪ সালের বন্যপ্রাণি আইনে এ প্রজাতিকে
সংরক্ষিত ঘোষণা করা হয়নি।
বিবিধ: সবুজপিঠ
তিতের বৈজ্ঞানিক নামের অর্থ পর্বতের টিট।
আরো পড়ুন:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন