ধলাপেট বক, ফটো: ইংরেজি উইকিপিডিয়া থেকে |
দ্বিপদ নাম/Scientific Name: Ardea insignis
সমনাম: নেই
বাংলা নাম: ধলাপেট বক,
ইংরেজি নাম/Common Name: White-bellied Heron.
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্যKingdom: Animalia
বিভাগ/Phylum: Chordata
শ্রেণী/Class: Aves
পরিবার/Family: Ardeidae
গণ/Genus: Ardea, Linnaeus, 1758;
প্রজাতি/Species: Ardea
insignis Hume, 1878
ভূমিকাঃ বাংলাদেশের
পাখির তালিকায় Ardea গণে বাংলাদেশে রয়েছে এর ৪টি প্রজাতি এবং পৃথিবীতেও
রয়েছে ১১টি প্রজাতি। বাংলাদেশে প্রাপ্ত প্রজাতি চারটি হচ্ছে, ১. ধুপনি বক, ২. দৈত্য বক, ৩. ধলাপেট বক, ও ৪. লালচে বক, ও আমাদের আলোচ্য প্রজাতিটির নাম হচ্ছে ধলাপেট বক।
বর্ণনাঃ ধলাপেট বক কালো টুপি ও কালচে লেজওয়ালা বড় জলচর পাখি।
স্বভাবঃ ধলাপেট বক হাওর, নদী, হ্রদ, জলা, জলমগ্ন ভূমি ও মৌসুমে প্লাবিত
বাদা কিংবা প্লাবন সমভূমিতে বিচরণ করে।
বিস্তৃতিঃ ধলাপেট বক বাংলাদেশের অনিয়মিত পাখি। এটি বর্তমানে ভুটানে পাওয়া যায় এবং সেখানে বংশবৃদ্ধি করে। তবে জলবিদ্যুৎ উৎপাদনের কারণে বর্তমানে এর আবাসভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। হয়তো এই কারণে পাখিটি বিলুপ্ত হয়ে যেতে পারে।
অবস্থা: ২০০৯ সালে এশিয়াটিক সোসাইটি
কর্তৃক প্রকাশিত বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষে বিশ্বে বিপন্ন ও বাংলাদেশে অপ্রতুল তথ্য-শ্রেণিতে রাখা হয়েছে।
আরো পড়ুন:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন