মঙ্গলবার, জানুয়ারী ১৫, ২০১৩

হিমালয়ী গৃধিনী বাংলাদেশের মহাবিপন্ন পাখি


হিমালয়ী গৃধিনী, ফটো: রেজাউল হাফিজ রাহী

বাংলা নাম: হিমালয়ী গৃধিনী,
ইংরেজি নাম/Common Name: Himalayan Griffon Vulture,
বৈজ্ঞানিক নাম/Scientific Name: Gyps himalayensis
সমনাম: নেই

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্যKingdom: Animalia
বিভাগ/Phylum: Chordata
শ্রেণী/Class: Aves
পরিবার/Family: Accipitridae
গণ/Genus: Gyps, Savigny, 1809; 
প্রজাতি/Species Name: Gyps himalayensis (Hume, 1869)
ভূমিকা: বাংলাদেশের পাখির তালিকাGyps গণে পৃথিবীতে  প্রজাতির পাখি রয়েছে। বাংলাদেশে রয়েছে তার প্রজাতি। সেগুলো হলো ১. বাংলা শকুন, ২. ইউরেশীয় গৃধিনী, ৩. হিমালয়ী গৃধিনী ও ৪. সরুঠুঁটি শকুন। আমাদের আলোচ্য প্রজাতিটির নাম হিমালয়ী গৃধিনী

বর্ণনাঃ বাংলাদেশের পাখির মধ্যে হিমালয়ী গৃধিনী হিমালয়ের সবচেয়ে বড় পাখি।
স্বভাবঃ
বিস্তৃতিঃ হিমালয়ী গৃধিনী বাংলাদেশের অনিয়মিত পাখি। পৃথিবীতে এর বিস্তৃতি পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান ও চিনসহ হিমালয় পর্বতে সীমাবদ্ধ।  
অবস্থাঃ হিমালয়ী গৃধিনী বিশ্বে বিপদমুক্ত ও বাংলাদেশে মহাবিপন্ন বলে বিবেচিত। ১৯৭৪ সালের বন্যপ্রাণি আইনে এ প্রজাতিকে সংরক্ষিত ঘোষণা করা হয়নি।
বিবিধঃ হিমালয়ী গৃধিনীর বৈজ্ঞানিক নামের অর্থ হিমালয়ের শকুন।
ছবির ইতিহাসঃ ছবিটি ঠাকুরগাও, বাংলাদেশ থেকে তোলা।

এ বিষয়ে পড়ুনঃ ঠাকুরগাঁয়ে হিমালয়ী গৃধিনী উদ্ধার, চিড়িখানায় হস্তান্তরে বিরোধিতা, ঠাঁই হলো রামসাগর জাতীয় উদ্যানে


আরো পড়ুন:

. বাংলাদেশের পাখির তালিকা 

. বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা

৩. বাংলাদেশের ঔষধি উদ্ভিদের একটি বিস্তারিত পাঠ

৪. বাংলাদেশের ফলবৈচিত্র্যের একটি বিস্তারিত পাঠ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

বাংলাদেশের পাখির তালিকা, A checklist of the birds of Bangladesh.

Oriental Magpie Robin; National Bird of Bangladesh বাংলাদেশের বন্যপ্রাণীর তালিকাটি অনেক সমৃদ্ধ। এদেশ পাখির দিক দিয়...