হিমালয়ী গৃধিনী, ফটো: রেজাউল হাফিজ রাহী |
বাংলা নাম: হিমালয়ী গৃধিনী,
ইংরেজি নাম/Common Name: Himalayan Griffon
Vulture,
বৈজ্ঞানিক নাম/Scientific Name: Gyps
himalayensis
সমনাম: নেই
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্যKingdom: Animalia
বিভাগ/Phylum: Chordata
শ্রেণী/Class: Aves
পরিবার/Family: Accipitridae
গণ/Genus: Gyps, Savigny, 1809;
প্রজাতি/Species Name: Gyps
himalayensis (Hume,
1869)
ভূমিকা: বাংলাদেশের
পাখির তালিকায় Gyps গণে পৃথিবীতে ৮ প্রজাতির পাখি রয়েছে। বাংলাদেশে রয়েছে তার ৪ প্রজাতি। সেগুলো হলো ১. বাংলা শকুন, ২. ইউরেশীয় গৃধিনী, ৩. হিমালয়ী গৃধিনী ও ৪. সরুঠুঁটি শকুন। আমাদের আলোচ্য প্রজাতিটির নাম হিমালয়ী গৃধিনী।
স্বভাবঃ
বিস্তৃতিঃ হিমালয়ী গৃধিনী বাংলাদেশের অনিয়মিত পাখি। পৃথিবীতে এর বিস্তৃতি পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান ও চিনসহ হিমালয় পর্বতে সীমাবদ্ধ।
অবস্থাঃ হিমালয়ী গৃধিনী বিশ্বে বিপদমুক্ত ও বাংলাদেশে মহাবিপন্ন বলে বিবেচিত। ১৯৭৪ সালের বন্যপ্রাণি
আইনে এ প্রজাতিকে সংরক্ষিত ঘোষণা করা হয়নি।
বিবিধঃ হিমালয়ী গৃধিনীর বৈজ্ঞানিক নামের অর্থ হিমালয়ের শকুন।
এ বিষয়ে পড়ুনঃ ঠাকুরগাঁয়ে হিমালয়ী গৃধিনী উদ্ধার, চিড়িখানায় হস্তান্তরে বিরোধিতা, ঠাঁই হলো রামসাগর জাতীয় উদ্যানে।
আরো পড়ুন:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন