বেগুনি মৌটুসি, Purple Sunbird; Photo:Rejaul Hafiz Rahi |
বাংলা নাম: বেগুনি মৌটুসি,
ইংরেজি নাম/Common Name: Purple Sunbird.
বৈজ্ঞানিক নাম/Scientific Name: Cinnyris
asiaticus
সমনাম: Certhia
asiatica, Latham,
1790
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্যKingdom: Animalia
বিভাগ/Phylum: Chordata
শ্রেণী/Class: Aves
পরিবার/Family: Nectarinidae,
গণ/Genus: Cinnyris, Cuvier,
1816;
প্রজাতি/Species: Cinnyris asiaticus
(Latham, 1790)
ভূমিকা: বাংলাদেশের
পাখির তালিকায় Cinnyris এই গণে পৃথিবীতে ৫০ প্রজাতির পাখি রয়েছে। বাংলাদেশে রয়েছে তার ২টি প্রাজাতি। সেগুলো হলো ১.
বেগুনি মৌটুসি, ২. জলপাইপিঠ মৌটুসি। আমাদের আলোচ্য
প্রজাতিটির নাম বেগুনি মৌটুসি।
স্বভাব: বেগুনি মৌটুসি মুক্ত
পাতাঝরা বন, আবাদি জমি, বাগান ও আবাসভূমিতে বিচরণ করে।
বিস্তৃতি: বেগুনি
মৌটুসি বাংলাদেশের সুলভ আবাসিক পাখি। ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট
ও রাজশাহি বিভাগের গ্রামাঞ্চলে পাওয়া যায়।
অবস্থা: বেগুনি
মৌটুসি বিশ্বে ও বাংলাদেশে বিপদমুক্ত বলে বিবেচিত।
বিবিধ:
বেগুনি মৌটুসির বৈজ্ঞানিক নামের অর্থ এশীয় কাইনিরিস পাখি।
আরো পড়ুন:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন