লেখক ও কবি অনুপ সাদির এই ব্লগটি তাঁর ছোট ছোট দৈনন্দিন লেখা নিয়ে প্রকাশিত।
রবিবার, জুন ১০, ২০১২
বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করেছে মায়ানমারের হ্যাকাররা।
১০ জুন, ২০১২ দিবাগত রাতে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক
করেছে মায়ানমারের হ্যাকাররা| শিক্ষা
মন্ত্রণালয়ের নির্দিষ্ট সাইটেhttp://www.moedu.gov.bd/প্রবেশ করলে দেখা যাচ্ছে হোম পেজে হ্যাকাররা মায়ানমারের
পতাকাঝুলিয়ে দিয়েছে| সেখানে বড় করে লেখা আছে, " We Love Rakhine"বা
“আমরা
রাখাইনদের ভালোবাসি”।সাইটটি ওপেনকরলেই শোনা যাবে রাখাইন মিউজিক| সাইট হ্যাক তথ্যে লেখা আছে এই সাইটটি হ্যাককরেছে “Hacked By Blink hacker group”বা “হ্যাক করেছে
ব্লিংক হ্যাকার গ্রুপ”। এছাড়া তারা একটি লিখিত বার্তায় বলেছেমায়ানমার-বাংলাদেশ
সীমান্তে বৌদ্ধ ও রাখাইনদের হত্যা ও তাদের উপর নির্যাতন বন্ধ করতে| এরপর বাজে ভাষায় গালি দিয়ে বাংলাদেশিদের রোহিঙ্গা উল্লেখ করে বলেছে, সীমান্ত হত্যা বন্ধ না হলে রোহিঙ্গাদের উপর আক্রমণ বন্ধ হবে না এবং তারইফলশ্রুতিতে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করেছে | তারাবাংলাদেশ থেকে তাদের ভূমি ফেরত চেয়ে বলেছে আমাদের ভূমি ফেরত
দাও | তারাআরো লিখেছে, আমরা বাংলাদেশীদের ও রোহিঙ্গাদেরকে খুঁজছি, এবংরোহিঙ্গাদের ধর্মের সবাইকে আমরা খুব তাড়াতাড়ি হত্যা করবো"We will
kill all your Rohinja Religions Soon”সর্বশেষ তাদেরবার্তায় তারা আবারও লিখেছে, "We Love Rakhaing and We Love Mayanmar” বা “আমরা রাখাইনদেরকে ভালবাসি আমরা মায়ানমারকেভালবাসি”| সর্বশেষ
১১ জুন, ২০১২ দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটটিকে ঠিক করা হয়। হ্যাক হবার পর যে ফটোটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটের পর্দায় দেখা গিয়েছিল সেটি দেখুন এই লিংক থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন