কদম, ফটো: অনিন্দ্য মিন্টু, ২০১২ |
সমনামঃ
Nauclea cadamba Roxb. Anthocephalus cadamba (Roxb.) Miq. Samama cadamba
(Roxb.) Kuntze. Anthocephalus
morindifolius Korth. Nauclea
megaphylla S.Moore. Neonauclea megaphylla S.Moore. Anthocephalus
chinensis.
বাংলা নামঃ কদম,
কদম্ব,
ইংরেজি নামঃ
Kadamba.
আদিবাসি নামঃ
জীববৈজ্ঞানিক
শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্যঃ Plantae - Plants
উপরাজ্যঃ Tracheobionta - Vascular plants
অধিবিভাগঃ
Spermatophyta - Seed plants
বিভাগঃ Magnoliophyta - Flowering plants
শ্রেণীঃ Asterids
বর্গঃ Gentianales
পরিবারঃ Rubiaceae
গণঃ Neolamarckia
প্রজাতিঃ Neolamarckia cadamba (Roxb.) Bosser
পরিচিতিঃ পত্রঝরা বৃক্ষ।
১৫-২০ মিটার লম্বা।
কাণ্ড কিছুদূর নিঃশাখ, বাকল মসৃণ। ডাল পালা আনুভূমিক ও প্রশাখার প্রান্তে বড় বড়
পাতা ঘণবদ্ধ। ফলক ১২-২২ সেমি লম্বা । অল্পবয়সী গাছের পাতা বেশি বড়, ডিম্বাকৃতি বা
আয়তাকার, উপর চকচকে সবুজ, নিচ সাদাটে, সামান্য রোমশ। একক গোলাকার হলুদ মুণ্ডকে
অসংখ্য ক্ষুদে নলাকার সাদা রঙের সুগন্ধি ফুল ঘনবদ্ধ। মুণ্ডকের ডাঁটা ২.৫-৪ সেমি লম্বা।
ফল অনেকগুলো ছোট ছোট ফলের একটি মাংসল পিণ্ড, হলুদ থেকে বাদামি, ৫-৬ সেমি চওড়া। বীজ
ক্ষুদে ও অজস্র। ফুল ফোটে বর্ষায়। বীজে চাষ। ভারত ও চিনের প্রজাতি।
ব্যবহারঃ
বর্ষার আগমনী বার্তা
হিসেবে এই ফুলের প্রতীক ব্যবহার করা হয়। সে সময় প্রেমিক-প্রেমিকাদের কাছে এ-ফুলের
চাহিদা রয়েছে
বিস্তৃতিঃ সারা
দেশে দেখা যায়।
ছবির ইতিহাসঃ Taken the Shot by Aninda Mintu, Bangladesh, Date: 15th June 2012, from Mymensingh.
ছবির ইতিহাসঃ Taken the Shot by Aninda Mintu, Bangladesh, Date: 15th June 2012, from Mymensingh.
আরো পড়ুন:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন