রবিবার, জুন ১৭, ২০১২

বেঁটে মারমোসেট বানর বা The Pygmy Marmoset, Cebuella pygmaea.

The Pygmy Marmoset

বৈজ্ঞানিক নামঃ Cebuella pygmaea Spix, 1823
সমনামঃ
বাংলা নামঃ বেঁটে মারমোসেট বানর,
ইংরেজি নামঃ The Pygmy Marmoset.

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগ/রাজ্যঃ Animalia
বিভাগঃ Chordata
শ্রেণীঃ Mammalia
পরিবারঃ Callitrichidae
গণঃ Cebuella Gray 1866;
প্রজাতিঃ Cebuella pygmaea Spix, 1823
বর্ণনাঃ বেঁটে মারমোসেট বানর পৃথিবীর সবচেয়ে ছোট বানর। এদের দৈর্ঘের মাপ ১১৭-১৫৯ মিলিমিটার এবং ওজন ৮৫-১৪০ গ্রাম বা ৩-৫ আউন্স।
স্বভাবঃ বেঁটে মারমোসেট বানর ১-২ জন প্রাপ্তবয়স্ক ছেলে ও ১-২ জন প্রাপ্তবয়স্ক মেয়ে মিলে ৫-৯ জনের পরিবার গঠন করে। ছোট মারমোসেট যোগাযোগের জন্য বিশেষ ধরনের সংকেত ব্যবহার করে পরিবারের সদস্যদের সতর্ক করে। এই সতর্ক করার পদ্ধতি রাসায়নিক, কণ্ঠমাধ্যম ও শরীরের মাধ্যমে হয়ে থাকে। অনেক দূরে যোগাযোগের জন্য এরা একটি কণ্ঠজাত কম্পনধ্বনি ব্যবহার করে। একটি তীক্ষ্ণ সতর্কভেঁপু ও একটি ক্লিকিং বা টিকটিক শব্দের মাধ্যমে পরিবারের সদস্যদেরকে বিপদ-সংকেত হিসেবে পাঠায়। মাঝারি দূরত্বের জন্য একটি জে-ধ্বনি দিয়ে বারবার ডাক দেয়।
বিস্তৃতিঃ বেঁটে মারমোসেট বানর পশ্চিম ব্রাজিল, দক্ষিণ-পূর্ব কলম্বিয়া, পূর্ব ইকুয়েডর, পূর্ব পেরু ও উত্তর বলিভিয়ার বৃষ্টি-অরণ্যে বাস করে।
অবস্থাঃ আইইউসিএন বেঁটে মারমোসেট বানরকে Least Concern বা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে থাকে।
বিবিধঃ বেঁটে মারমোসেট বানরের দুটি উপ-প্রজাতি রয়েছে; এগুলো হলো, Cebuella pygmaea pygmaea Cebuella pygmaea niveiventris বা পশ্চিমী বেঁটে মারমোসেট বানর ও পুবের বেঁটে মারমোসেট বানর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

বাংলাদেশের পাখির তালিকা, A checklist of the birds of Bangladesh.

Oriental Magpie Robin; National Bird of Bangladesh বাংলাদেশের বন্যপ্রাণীর তালিকাটি অনেক সমৃদ্ধ। এদেশ পাখির দিক দিয়...