বৈজ্ঞানিক নামঃ Cebuella
pygmaea
Spix, 1823
সমনামঃ
বাংলা নামঃ বেঁটে মারমোসেট বানর,
ইংরেজি নামঃ .
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্যঃ
Animalia
বিভাগঃ Chordata
শ্রেণীঃ Mammalia
পরিবারঃ Callitrichidae
গণঃ Cebuella
Gray 1866;
প্রজাতিঃ Cebuella
pygmaea
Spix, 1823
বর্ণনাঃ বেঁটে মারমোসেট বানর পৃথিবীর সবচেয়ে ছোট বানর। এদের
দৈর্ঘের মাপ ১১৭-১৫৯ মিলিমিটার এবং ওজন ৮৫-১৪০ গ্রাম বা ৩-৫ আউন্স।
স্বভাবঃ বেঁটে মারমোসেট বানর ১-২ জন প্রাপ্তবয়স্ক ছেলে ও ১-২ জন
প্রাপ্তবয়স্ক মেয়ে মিলে ৫-৯
জনের পরিবার গঠন করে। ছোট মারমোসেট যোগাযোগের জন্য বিশেষ ধরনের সংকেত ব্যবহার করে পরিবারের সদস্যদের সতর্ক
করে। এই সতর্ক করার পদ্ধতি রাসায়নিক, কণ্ঠমাধ্যম ও শরীরের মাধ্যমে হয়ে থাকে। অনেক
দূরে যোগাযোগের জন্য এরা একটি কণ্ঠজাত কম্পনধ্বনি ব্যবহার করে। একটি তীক্ষ্ণ
সতর্কভেঁপু ও একটি ক্লিকিং বা টিকটিক শব্দের মাধ্যমে পরিবারের সদস্যদেরকে বিপদ-সংকেত হিসেবে
পাঠায়। মাঝারি দূরত্বের জন্য একটি জে-ধ্বনি দিয়ে বারবার ডাক দেয়।
বিস্তৃতিঃ বেঁটে মারমোসেট বানর পশ্চিম ব্রাজিল, দক্ষিণ-পূর্ব
কলম্বিয়া, পূর্ব ইকুয়েডর, পূর্ব পেরু ও উত্তর বলিভিয়ার বৃষ্টি-অরণ্যে বাস করে।
অবস্থাঃ আইইউসিএন বেঁটে মারমোসেট বানরকে Least
Concern বা ঝুঁকিপূর্ণ
হিসেবে বিবেচনা করে থাকে।
বিবিধঃ বেঁটে মারমোসেট বানরের দুটি উপ-প্রজাতি রয়েছে; এগুলো হলো, Cebuella pygmaea pygmaea
ও Cebuella pygmaea
niveiventris বা পশ্চিমী বেঁটে মারমোসেট বানর ও পুবের বেঁটে মারমোসেট বানর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন