বুধবার, এপ্রিল ১৮, ২০১২

শঙ্খচিল বাংলাদেশের সুলভ আবাসিক পাখি

Photo: Kiron Khan, Bangladesh.
বৈজ্ঞানিক নাম: Haliastur Indus
সমনাম: Falco Indus (Boddaert, 1783) 
বাংলা নাম: শঙ্খচিল,
ইংরেজি নাম: Brahiminy Kite.

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Animalia
বিভাগ: Chordata
শ্রেণী: Aves
বর্গ: Falconiformes
পরিবার: Accipitridae
গণ: Haliastur Selby, 1840
প্রজাতি: Haliastur Indus (Boddaert, 1783)
ভূমিকা: বাংলাদেশের পাখির তালিকাHaliastur গণে পৃথিবীতে  ২টি প্রজাতির পাখি রয়েছে। বাংলাদেশে রয়েছে তার টি প্রজাতি। আমাদের আলোচ্য প্রজাতিটির নাম শঙ্খচিল
পরিচিতি: শঙ্খচিল বাংলাদেশের স্থায়ী বাসিন্দাঋতুর পরিবর্তনে এরা স্থান পরিবর্তন করেএরা মাছ, ব্যাং , কাঁকড়া , সাপ ইত্যাদি খেয়ে জীবনধারন করেদেহ মরিচা লালচে বর্নেরডানার অগ্রভাগ কালচেস্ত্রী ও পুরুষ পাখি দৃশ্যত অভিন্নপ্রজনন ঋতু মার্চ ও এপ্রিলের মাঝামাঝিসাধারণত গাছের উচু ডাঁলে বাসা বাঁধে ও ডিম পাড়ে
মন্তব্য: বর্তমানে ক্ষেতে খামারে ব্যবহৃত কীটনাশক এর কারনে শঙ্খচিল এর প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছেফলে শঙ্খচিল বাংলাদেশ থেকে বিলুপ্ত হচ্ছে এবং এর ফলে পরিবেশ বিপন্ন হচ্ছেতাই পরিবেশ রক্ষার্থে শঙ্খচিল বাঁচাতে হবে 
বিবিধ: পৃথিবীতে Accipitridae পরিবারে ৬৬টি গণে রয়েছে ২৩৮টি প্রজাতি এবং বাংলাদেশে ২১টি গণে রয়েছে ৪৩টি প্রজাতি।

আরো পড়ুন:

. বাংলাদেশের পাখির তালিকা 

. বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা

৩. বাংলাদেশের ঔষধি উদ্ভিদের একটি বিস্তারিত পাঠ

৪. বাংলাদেশের ফলবৈচিত্র্যের একটি বিস্তারিত পাঠ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

বাংলাদেশের পাখির তালিকা, A checklist of the birds of Bangladesh.

Oriental Magpie Robin; National Bird of Bangladesh বাংলাদেশের বন্যপ্রাণীর তালিকাটি অনেক সমৃদ্ধ। এদেশ পাখির দিক দিয়...