বৈজ্ঞানিক নাম: Haliastur
Indus
সমনাম: Falco
Indus (Boddaert, 1783)
বাংলা নাম: শঙ্খচিল,
ইংরেজি নাম: Brahiminy Kite.
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Animalia
বিভাগ: Chordata
শ্রেণী: Aves
বর্গ: Falconiformes
পরিবার: Accipitridae
গণ: Haliastur Selby, 1840
প্রজাতি: Haliastur Indus (Boddaert,
1783)
ভূমিকা: বাংলাদেশের
পাখির তালিকায় Haliastur গণে পৃথিবীতে ২টি প্রজাতির পাখি রয়েছে। বাংলাদেশে রয়েছে তার ১টি প্রজাতি। আমাদের আলোচ্য
প্রজাতিটির নাম শঙ্খচিল।
পরিচিতি: শঙ্খচিল বাংলাদেশের স্থায়ী বাসিন্দা। ঋতুর পরিবর্তনে
এরা স্থান পরিবর্তন করে। এরা মাছ, ব্যাং , কাঁকড়া , সাপ ইত্যাদি খেয়ে জীবনধারন করে। দেহ মরিচা
লালচে বর্নের। ডানার অগ্রভাগ কালচে। স্ত্রী ও পুরুষ পাখি দৃশ্যত অভিন্ন। প্রজনন ঋতু মার্চ
ও এপ্রিলের মাঝামাঝি। সাধারণত গাছের উচু ডাঁলে বাসা বাঁধে ও ডিম পাড়ে।
মন্তব্য: বর্তমানে
ক্ষেতে খামারে ব্যবহৃত কীটনাশক এর কারনে শঙ্খচিল এর প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। ফলে শঙ্খচিল বাংলাদেশ
থেকে বিলুপ্ত হচ্ছে এবং এর ফলে পরিবেশ বিপন্ন হচ্ছে। তাই পরিবেশ রক্ষার্থে
শঙ্খচিল বাঁচাতে হবে।
বিবিধ: পৃথিবীতে Accipitridae পরিবারে ৬৬টি গণে রয়েছে ২৩৮টি প্রজাতি এবং বাংলাদেশে ২১টি
গণে রয়েছে ৪৩টি প্রজাতি।
আরো পড়ুন:
৪. বাংলাদেশের
ফলবৈচিত্র্যের একটি বিস্তারিত পাঠ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন