শনিবার, মে ৩১, ২০১৪

সবুজপিঠ তিত বাংলাদেশের অনিয়মিত পাখি


সবুজপিঠ তিত, ফটো: ইংরেজি উইকিপিডিয়া থেকে
বাংলা নাম: সবুজপিঠ তিত,
ইংরেজি নাম/Common Name: Green-backed tit.
বৈজ্ঞানিক নাম/Scientific Name: Parus monticolus,
সমনাম: নেই।  

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্যKingdom: Animalia
বিভাগ/Phylum: Chordata
শ্রেণী/Class: Aves
পরিবার/Family: Paridae,
গণ/Genus: Parus, Linnaeus, 1758;
প্রজাতি/Species: Parus monticolus (Vigors, 1831)
ভূমিকা: বাংলাদেশের পাখির তালিকাParus এই গণে পৃথিবীতে  প্রজাতির পাখি রয়েছে। বাংলাদেশে রয়েছে তার টি প্রাজাতি। সেগুলো হলো ১. বড় তিত, এবং ২. ছোট তিত। আমাদের আলোচ্য প্রজাতিটির নাম সবুজপিঠ তিত
বর্ণনা: বাংলাদেশের পাখির মধ্যে সবুজপিঠ তিত একটি ছোট পোকা শিকারি পাখি।
স্বভাব: সবুজপিঠ তিত সাধারণত বন, ঘেরা ফলের বাগান ও আবাদি জমিতে বিচরণ করে।
বিস্তৃতি: সবুজপিঠ তিত বাংলাদেশের অনিয়মিত পাখিসিলেট বিভাগের চাবাগানে পাওয়া গেছে
অবস্থা: সবুজপিঠ তিত বিশ্বে বিপদমুক্ত বলে বিবেচিত। ১৯৭৪ সালের বন্যপ্রাণি আইনে এ প্রজাতিকে সংরক্ষিত ঘোষণা করা হয়নি
বিবিধ: সবুজপিঠ তিতের বৈজ্ঞানিক নামের অর্থ পর্বতের টিট।

আরো পড়ুন:

. বাংলাদেশের পাখির তালিকা 

. বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা

৩. বাংলাদেশের ঔষধি উদ্ভিদের একটি বিস্তারিত পাঠ

৪. বাংলাদেশের ফলবৈচিত্র্যের একটি বিস্তারিত পাঠ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

বাংলাদেশের পাখির তালিকা, A checklist of the birds of Bangladesh.

Oriental Magpie Robin; National Bird of Bangladesh বাংলাদেশের বন্যপ্রাণীর তালিকাটি অনেক সমৃদ্ধ। এদেশ পাখির দিক দিয়...