কালামাথা কাবাসি, ছেলে ফটোঃ রেজাউল হাফিজ রাহী |
দ্বিপদ নাম/Scientific
Name: Coracina melanoptera (Ruppell, 1839)
সমনাম: Ceblepyris melanoptera
Ruppell, 1839
বাংলা
নাম: কালামাথা কাবাসি
ইংরেজি নাম/Common Name: Black-headed
Cuckooshrike.
জীববৈজ্ঞানিক
শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্যKingdom:
Animalia
বিভাগ/Phylum:
Chordata
শ্রেণী/Class:
Aves
পরিবার/Family:
Corvidae
গণ/Genus:
Coracina, Vieillot, 1816;
প্রজাতি/Species:
Coracina melanoptera (Ruppell, 1839)
ভূমিকাঃ বাংলাদেশের পাখির তালিকায়
Coracina গণে বাংলাদেশে রয়েছে এর ৩টি প্রজাতি এবং পৃথিবীতে রয়েছে মোট ৪৮টি প্রজাতি।
বাংলাদেশে প্রাপ্ত প্রজাতি ৩টি হচ্ছে, ১. বড় কাবাসি, ২. কালামাথা কাবাসি ও ৩.
কালাপাখ কাবাসি। আমাদের আলোচ্য প্রজাতিটির নাম হচ্ছে কালামাথা কাবাসি।
বর্ণনাঃ কালামাথা কাবাসি বাদামি চোখ ও কালচে লেজের পোকা শিকারি পাখি। এদের দৈর্ঘ্য ১৯ সেমি, ওজন ৩০ গ্রাম,
ডানা ১০ সেমি, ঠোঁট ২ সেমি, লেজ ৭.৫ সেমি।
স্বভাবঃ কালামাথা কাবাসি বনপ্রান্ত, প্রশস্ত পাতার বন ও কুঞ্জবনে বিচরণ করে।
বিস্তৃতিঃ ২০০৯ সালে এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশ
উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষে কালামাথা
কাবাসিকে বাংলাদেশের দুর্লভ আবাসিক পাখি হিসেবে বলা হয়েছে।
অবস্থা:
কালামাথা কাবাসি বিশ্বে ও বাংলাদেশে
বিপদমুক্ত বলে বিবেচিত। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ-প্রজাতি সংরক্ষিত।
আরো পড়ুন: